স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষকারীদের হাত থেকে ৬ দিনের শিশু ও তার মা রেহাই পায়নি। পাষন্ডরা মায়ের কুল থেকে ছিনিয়ে নিয়ে ৬ দিনের শিশুকে ছুড়ে ফেলে দেয়। শিশু ও তার মাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবাগ গ্রামের আলী আমজদ তালুকদার ও নুর মিয়া তালুকদারের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল রবিবার বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে সাজু মিয়ার স্ত্রী নাজমিন (২৫) কে প্রতিপক্ষের লোকজন মারাত্মকভাবে আহত করে। প্রতিপক্ষের লোকজন নাজমিনের কুল থেকে ছিনিয়ে নিয়ে ৬ দিনের শিশু পুত্র নিয়ে ছুড়ে ফেলে দেয়। স্থানীয় লোকজন নাজমিন ও তার ৬ দিনের শিশুপুত্রকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়া সংঘর্ষে গুরুতর আহত সাজু মিয়া, ইন্তাজুল, ইয়ামত মিয়া, তৌহিদুল, সেন্টু মিয়া ও শাওন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গুরুতর আহত সহিদুল ও তমাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।