স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রাহকেরা। প্রতি মাসেই দ্বিগুণ বেশি বিল এবং মিটার না দেখে বিল করা হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। বিদ্যুৎ কম খরচ করার পরেও এমন দ্বিগুণ বিল বেশি আসায় হতভম্ব ভুক্তভোগী। এছাড়াও গ্রাহকদের অভিযোগ দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় দ্বিগুন। বিদ্যুৎ সম্পর্কে জানতে কল দিলে তাদের সব কয়টি নাম্বার ব্যস্ত নতুবা বন্ধ থাকে। গ্রাহকরা পড়ে বিড়ম্বনায়।
হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সুজিত কুমার বিশ্বাসের পদত্যাগ চায় হবিগঞ্জবাসী। তার অদতায় অতিষ্ঠ পল্লী বিদ্যুতের গ্রাহকরা। সারাদিন শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ঘন্টার পর ঘন্টা চলে লোডশেডিং ফোন করেও জরুরী সেবা দান কেন্দ্রের কেউ রিসিভ করে না। গতকাল সোমবার বিভিন্ন উপজেলায় গ্রাহকরা জিএম সুজিত কুমার বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।