নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার থানার সামনে কবরস্থানের জায়গার সীমানা নির্ধারনের নামে প্রয়াত সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরের খরিদা সূত্রে মালিকানাধীন জায়গা পিলার দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে। এতে বাধা দেয়ায় খেজুরের অসহায় স্ত্রী সন্তানদের মারপিট করা হয়েছে। এক পর্যায়ে তারা দৌড়ে নবীগঞ্জ থানা ক্যাম্পাসে গিয়ে নিজেদের রক্ষা করে। বিষয়টি সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন সাংবাদিক খেজুরের স্ত্রী মনোয়ারা বেগম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রাম সংলগ্ন নবীগঞ্জ থানার মেইন গেটের সামনে হাট নবীগঞ্জ মৌজার সাবেক ১৬৪ নং দাগ হাল ১০৭৭, ১০৭৪, ১০৭৫, ১০৭২ ও ১০৭৩ নং দাগে প্রয়াত সাংবাদিক খেজুরসহ ৯ জনের নামে ও খেজুরের নামে একক ভাবে ১০৭৭ দাগে ৬ শতক এবং ১০৭৫ দাগে দেড় শতক রেকর্ড হয়। উল্লেখিত দাগের মধ্যে ১০৭৪ নং দাগের ভূমির শ্রেনী হচ্ছে কবরস্থান রকম ভুমি। যার মোয়াজি ২৫ শতক প্রায়। এখানে সরকারের খাস খতিয়ানের জায়গা রয়েছে ৭ শতক। কিন্তু রাজনগর গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবহান, এটিএম রুবেল, সামছু মিয়া সহ কয়েকজন কবরস্থানের সীমানা চিহ্নিত করতে গিয়ে প্রয়াত নুরুল ইসলাম খেজুরের একক মালিকানাধীন ১০৭৭, ১০৭৫ জায়গায় জোরপূর্বক পিলার দিতে যান। এ সময় খেজুরের স্ত্রী সন্তানরা বাঁধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। এতে খেজুরের স্ত্রী মনোয়ারা বেগম (৩৮) ও মেয়ে নুসরাত ইসলাম নদী (২৪) আহত হয়। সাথে সাথে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে ফোনে অবহিত করেছেন বলে জানিয়েছেন খেজুরের স্ত্রী মনোয়ারা বেগম।
অপর একটি সুত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হাবিবুর রহমান ওই জায়গা মাপঝোঁক করেন। কিন্তু উনার মাপে ভূল ছিল বলে গ্রামবাসী দাবী করেন। তিনি কবরস্থানের মালিকানা ২৫ শতক ও ডিসি খতিয়ানের ৭ শতক একত্রিত করে মাপঝোঁক করায় ঝামেলা বাধেঁ। কারন সরকারের খতিয়ানের খাস ভূমি কোন দিকে অবস্থান করছে তা সনাক্ত না করেই সরকার এবং মালিকানা মিলিয়ে কবরস্থানের জন্য ৩৩ শতক জায়গা দিয়ে দেন। এছাড়া সরকারের কাছ থেকে বিলাল মিয়াসহ কয়েকজন বন্দোবস্ত এনেছেন। এনিয়ে নানা আলোচনার সৃষ্টি হলে পুণঃরায় মাপঝোঁক করবেন বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে সার্ভেয়ার ঘটনাস্থলে এসে কয়েকজনের সাথে শলাপরামর্শ করে মাপঝোঁক না করেই তিনি চলে যান। এরপরই লোকজন প্রয়াত সাংবাদিক খেজুরের মালিকানা ভূমিতে জোরপূর্বক পানির সেচ মেশিন বসায় এবং পাকা পিলার বসানোর চেষ্টা করে।
এ ব্যাপারে প্রয়াত সাংবাদিক খেজুরের পরিবার সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।