মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দাবিতে সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বানিয়াচং উপজেলা বাসদ এর আহবায়ক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওসারের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় গতকাল (৯ আগস্ট) শুক্রবার বিকাল ৩ টায় বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বাসদ নেতা অ্যাডভোকেট জিলু মিয়া, চৌধুরী ফয়সল শোয়েব, ডাঃ শুনীল রায়, নবীগঞ্জ উপজেলা বাসদ নেতা শোয়েব আহমেদ, বানিয়াচং উপজেলা বাসদের সাবেক আহবায়ক লোকমান আহমেদ, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ (ভিপি নুর)-এর যুগ্ম আহবায়ক আহবাব হোসেন জুয়েল, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও বাসদ নেতা ইমাদুল হোসেন খান, সিপিবি নেতা মোহাম্মদ আলী ও আতাউর রহমান মিলন, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রিতেষ কুমার বৈষ্ণব।
উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, আজমিরীগঞ্জ উপজেলা বাসদের আহবায়ক শফিকুল ইসলাম, বানিয়াচং উপজেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক মিনহাজুর রহমান তারেক, ছাত্র নেতা রিয়াদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রনেতা চৌধুরী ফাহিমা সোয়েব, জিসান রহমান, বক্সার আমির উদ্দীন শিমুল প্রমূখ।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানো সহ হত্যাকান্ড ও অনাকাংখিত ঘটনা সমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তাগন। এছাড়াও কোমল মতি শিক্ষার্থীদেরকে মিথ্যা মামলায় হয়রানি না করার আহ্বান জানানো হয়েছে। বক্তাগন বলেন, দীর্ঘ দেড় দশক শেখ হাসিনার স্বৈরশাসনের পর দেশ আজ মুক্ত হয়েছে। এই মুক্তির জন্য বিশেষ করে ছাত্র সমাজসহ সকল গণতন্ত্রকামী সর্বস্তরের জনতাকে অভিনন্দন জানাই। দেশ স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা সুযোগের অপেক্ষায় থাকে সব সময়। সুযোগ পেলেই জাতির মাঝে বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করে ওরা। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি পরিবার বা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করতে পারে। সে দিকে আমাদের কড়া নজর রাখতে হবে। সেই সাথে কেউ যেন কোন প্রকার ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ধরণের ঘটনার সাথে যদি কেউ জড়ায়, সে যে কেউ হোক না কেন তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।