শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের ॥ আহত ৩ নবীগঞ্জের দিনারপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ ॥ দেশে রাজনীতির নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সামাজিক সংগঠন নাগরিক অধিকার অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি ॥ ভুক্তভোগী এলাকাবাসী ইউএনও বরাবর অভিযোগ আ.লীগ নেতা মুকুলকে ভিসির অনুষ্ঠানে আমন্ত্রণ ॥ দিনারপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক নিকট অভিযোগ সীমান্তে চোরাচালান নারী শিশু পাচার প্রতিরোধ করছে বিজিবি নবীগঞ্জে ৩ গ্রামবাসীর প্রতিবাদ সভা ॥ মিথ্যা দাঙ্গার অভিযোগ দিয়ে সমিতির নির্বাচন বানচাল শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত হবিগঞ্জ সদর থানার রিমান্ডের আসামিসহ ১০ জনকে কারাগারে ভ্যাট প্রত্যাহার ও টিসিবি বাতিল এবং ট্রাক সেল বন্ধের প্রতিবাদে হবিগঞ্জে সিপিবি’র বিক্ষোভ

বানিয়াচঙ্গের ধানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রানীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ধানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রানী চৌধুরীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে ওই অভিযোগটি দায়ের করেন সেন্টু কুমার দাশ। অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরী কয়েক দিন পূর্বে বিদ্যালয়ের ৩টি গাছ, পানির টেংকি, ৩টি ট্রয়লেটের বিপুল পরিমান রড ও ইট নিয়মবহির্ভূতভাবে বিনা নোটিশে ম্যানেজিং কমিটির সভাপতি, দাতা সদস্যসহ কমিটি ও গ্রামবাসীকে না জানিয়ে সুকৌশলে স্থানীয় প্রভাবশালী লোকের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন। তিনি অর্থলোভী লোকের মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়মিত বিদ্যালয়ে না এসে চাকুরী করার পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। যার জন্য প্রধান শিক্ষিকা গ্রামের মধ্যে গ্রুপি সৃষ্টি করছেন। ফলে গ্রামের মধ্যে যে কোন সময় অনাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এই সব কারণে এলাকার সুশীল সমাজের অভিভাবকগণ তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে করে শিক্ষার মান ও পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও বিগত ৩ বৎসরের স্লিপের টাকা খরচ না করে ভূয়া রশিদ তৈরী করে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়। সুষ্ট তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীকে শাস্তি নিশ্চিত করে মানুষের মনে শান্তি ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোন প্রকার অর্থ আত্মসাত করেন নাই। অভিযোগে যে রড ও ইটের কথা বলা হয়েছে; তা সংরক্ষিত রয়েছে। কোথায় সংরক্ষিত রয়েছে এমন প্রশ্ন করলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com