স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ধানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রানী চৌধুরীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে ওই অভিযোগটি দায়ের করেন সেন্টু কুমার দাশ। অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরী কয়েক দিন পূর্বে বিদ্যালয়ের ৩টি গাছ, পানির টেংকি, ৩টি ট্রয়লেটের বিপুল পরিমান রড ও ইট নিয়মবহির্ভূতভাবে বিনা নোটিশে ম্যানেজিং কমিটির সভাপতি, দাতা সদস্যসহ কমিটি ও গ্রামবাসীকে না জানিয়ে সুকৌশলে স্থানীয় প্রভাবশালী লোকের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন। তিনি অর্থলোভী লোকের মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়মিত বিদ্যালয়ে না এসে চাকুরী করার পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। যার জন্য প্রধান শিক্ষিকা গ্রামের মধ্যে গ্রুপি সৃষ্টি করছেন। ফলে গ্রামের মধ্যে যে কোন সময় অনাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এই সব কারণে এলাকার সুশীল সমাজের অভিভাবকগণ তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে করে শিক্ষার মান ও পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও বিগত ৩ বৎসরের স্লিপের টাকা খরচ না করে ভূয়া রশিদ তৈরী করে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়। সুষ্ট তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীকে শাস্তি নিশ্চিত করে মানুষের মনে শান্তি ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোন প্রকার অর্থ আত্মসাত করেন নাই। অভিযোগে যে রড ও ইটের কথা বলা হয়েছে; তা সংরক্ষিত রয়েছে। কোথায় সংরক্ষিত রয়েছে এমন প্রশ্ন করলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন।