স্টাফ রিপোর্টার \ সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও সিলেট বিভাগে ট্রেন চলাচল শুরু হয়নি। গত ৩০ জুলাই রেল মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় সীমিত পরিসরে সারা দেশে রেল চলাচল করবে গতকাল বৃস্পতিবার থেকে। কিন্তু সিলেট বিভাগে দেখা গেছে এর ভিন্ন চিত্র। সারা দেশে রেল চলাচল করলেও শায়েস্তাগঞ্জ জংশন, শ্রীমঙ্গল এবং সিলেটে কোন ধরণের রেল চলাচল করেনি। তবে অনেক যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেন না পেয়ে সড়ক পথে গন্তব্য স্থানে পৌঁছেছেন। শায়েস্তাগঞ্জ জংশনে স্টেশন মাস্টার ও কর্মকর্তা-কর্মচারীর দেখা পাওয়া যায়নি। জংশনটিতে ভুতুড়ে অবস্থা বিরাজমান।