স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। রোগীর ব্যবস্থাপত্র টানাটানিসহ রোগীদের উপরে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। এসব অভিযোগ জেনেও কর্তৃপক্ষ নির্বিক রয়েছে। যার ফলে দালালদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত শুক্রবার রাত ১টার সময় বাহুবল উপজেলা মিরপুর গ্রামের জোনাকি দাস (৩০) নামের এক রোগী বুকে ব্যাথা নিয়ে সদর হাসপাতালে আসেন। জরুরী বিভাগে প্রবেশ করার সাথে সাথেই কতিপয় দালালরা ডাক্তার নেই বলে তাকে প্রাইভেট ক্লিনিক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে রোগী অনীহা প্রকাশ করলে তাকে জরুরী বিভাগের বাহিরে এনে লাঞ্ছিতসহ পিটিয়ে আহত করা হয়। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে আশপাশের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ধরণের আরো নানান ঘটনা ঘটছে প্রতিনিয়তই। তবে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে দালালরা বীরদর্পে গ্রামগঞ্জের নিরীহ রোগীদের সাথে এমন আচরণ করছে বলে অভিযোগ রয়েছে।