প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামে মারা যাওয়া দুই শিশুর লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দায়ী পঞ্চায়েত সর্দারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের ও দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন। নাগরিক আন্দোলনের পক্ষে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সভাপতি পীযূষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন- শ্মশানে সমাহিত দুই শিশুর মরদেহ জোরপূর্বক তুলে নিয়ে নদীতে নিক্ষেপ করার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণ্য ও অমানবিক। তথাকথিত ওই সমাজপতিরা এমন একটি ঘটনা ঘটিয়েও গণমাধ্যমের নিকট দম্ভোক্তি প্রকাশ করেছে। এদিকে পুলিশ প্রশাসনেরও কোনও ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। অথচ এমন ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা নেওয়ার কথা। তাই অবিলম্বে পঞ্চায়েত সর্দার দিপেশ সরকারসহ সকল দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আদোলন কর্মসূচি ঘোষণা করা হবে।