স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তবে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানার একদল পুলিশ বৈদ্যার বাজার থেকে তাকে গ্রেফতার করেন। সে লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র। পুলিশ জানায়, ফারুক চিহ্নিত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে শহরসহ বিভিন্ন জেলায় ৩ ডজন ডাকাতি মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদি হয়ে মামলা করেছেন।