নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেছেন, নবীগঞ্জ-বাহুবল উপজেলার মানুষের সেবার জন্য আমার জীবন উৎসর্গিত। আমৃত্যু আমি জনগণের পাশে আছি। মিলাদ গাজী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করেন বলে আমার মাধ্যমে নবীগঞ্জ বাহুবলের জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। আমি প্রধানমন্ত্রী সেবা আপনাদের মাঝে পৌছে দিচ্ছি। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে সাবেক এমপির বাসভবনে নবীগঞ্জ বাহুবলের জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চেক বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মুজাক্কির গাজী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল মিয়া, বাহুবল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুত, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সদর মিয়া, যুবলীগ নেতা আজাদ মিয়া, জুয়েল মিয়া, জুনুর মিয়া প্রমুখ। অনুষ্ঠানে নবীগঞ্জ বাহুবল উপজেলার ১১ জন ক্যান্সার, কিডনী, হার্ট ও জটিল রোগে আক্রান্ত রোগিদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।