নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১৪ জুলাই বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের। বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল ইসলাম, আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ আব্দুল ওদুদ, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জাবিউর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল কদ্দুস খাঁন। জাপানেতা বজরুল হক আব্দুল হাই, মুন্সেফ আলম, শাহীন আলম চাও মিয়া, খালিছ মিয়া, আকলিছ মিয়া, সাইফুল ইসলাম, নিউটন সুত্র ধর, জাবেদ মিয়া, ছয়ফুল আলম, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি মিলাদ হোসেন সুমন, সহ-সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, পৌর জাতীয় যুবসংহতির আহ্বায়ক শাহ শিপন মিয়া, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি।