স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি লুঙ্গি জনাব আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই সনক কান্তি দাশ বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক মামলায় সাজা ও পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। পুলিশের চোঁখ ফাঁকি দিতে দাড়ি রেখে ছদ্মবেশ ধরেছিলো। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।