বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ২৯ রমজান আজ। জাহান্নামের আগুন থেকে মুক্তির নবম দিন অতিবাহিত হচ্ছে আজ। আজকের দিন ও রাত ইবাদত-বন্দেগির জন্য অনেক গুরুত্ব ও ফজিলতপূর্ণ।
রমজানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর অফুরন্ত রহমত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা গাশ্শিনি ফিহি বির রাহমাতি; ওয়ারযুক্বনি ফিহিত তাওফিক্বা ওয়াল ই’সমাতা; ওয়া ত্বাহ্হির ক্বালবি মিন গায়াহিবিত তুহমাতি; ইয়া রাহিমান বি-ইবাদিহিল মু’মিনিন।
অর্থ : হে আল্লাহ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গোনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে আমার অন্তরকে মুক্ত কর। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।
আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম তাঁর রহমত লাভের তাওফিক দান করুন। আমিন। ২৯তম রমজানের রোজার ফজিলত সর্ম্পকে হাদিসে এসছে, ‘এক হাজার কবুল হজ্জের সাওয়াব প্রদান করা হয়।’
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়াগুলো।
২৯ তম রোজার দোয়া : হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে । হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।
এছাড়া, হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না।
রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর(রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয় বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে পালনকর্তা! আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জুড়াবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com