স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত অনিল চন্দ্র দাস (৮৭) আর নেই। গতকাল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি শহরের ঘাটিয়া এলাকায় নিজ বাসা মল্লিক ভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। এদিকে এই প্রবীণ ব্যবসায়ীর মৃত্যুর খবর প্রচারিত হলে তাঁকে শেষবার দেখার জন্য আত্মীয়-স্বজনরা বাসায় ভীড় করেন। অনিল চন্দ্র দাসের ছেলে যুবলীগ নেতা শান্তনু দাস অলক জানান- তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুর সময় স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দিবাগত রাত ১২টায় হবিগঞ্জ পৌর মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যবসায়ী অনিল চন্দ্র দাস পারিবারিকভাবে হবিগঞ্জের এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বিপিন বিহারী দাস ছিলেন আসাম প্রাদেশিক সরকারের এমএলএ। এক ভাই জিতেন্দ্র লাল দাস সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব ও আরেক ভাই প্রয়াত এডভোকেট মনোরঞ্জন দাস ছিলেন হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্য।