স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার দুটি উপজেলার ৫৫ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে। ত্রিপুরায় বসবাস করে অনেক লোকের পূর্ব পুরুষের বাড়ী হবিগঞ্জ জেলায়। আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই দুই এলাকার লোকজনের রয়েছে ব্যাপক আসা যাওয়া। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থল বন্দরের আধুনিকায়নের কাজও শেষ দিকে। সেখানকার চেক পোস্ট দিয়েও অনেকের যাতায়াত রয়েছে। এই দুই এলাকার এই সর্ম্পকের সেতৃ বন্ধনকে আরও সুদৃঢ় করতে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন এবং সফর বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক মতবিনিময় সভায় এই উদ্যোগ নেয়া হয়।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভারত স্পোর্টস ফ্রেন্ডশীপ ফোরামের সাধারন সম্পাদক ড. সুজিত রায়, ত্রিপুরার বিশিষ্ট ক্রীড়া সংগঠক লিটন রায়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শড়খ শুভ্র রায়, এডভোকেট শাহ ফখরুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, ফেরদৌস আহমেদ, আসাদুজ্জামান, মেজবাহ উদ্দিন আহমেদ জামিন, মোহাম্মদ সৈয়দ, সুজন প্রমুখ।