স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার ও উমেদ নগর থেকে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়বা টেবলেট ও চোরাইকৃকত টিভিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। আটককৃতরা হল উমেদনগরের মৃত শুকুর আলীর পুত্র হানিফ মিয়া (৩০) পুরান মুন্সেফি এলাকার আব্দুল হাইয়ের পুত্র দীন ইসলাম (৩০) ও নিউমুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত উল্লাহর পুত্র খলিল মিয়া (৪০)। এদিকে চোরাই মালের পাশাপাশি খলিলের পকেট থেকে ৯০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উল্লেখিতদের বিরুদ্ধে একাদিক চুরি ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।