বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

হবিগঞ্জে বিভিন্ন বাজারে সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্যের দাম

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় প্রতিদিনই বেড়ে চলেছে দ্রব্যমূল্য। এতে করে ভোগান্তিও বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ মানুষের। অনেকে বলছেন, বিক্রেতারা সিন্ডিকেট করেই দাম বাড়িয়ে থাকেন। ৩ দিন আগে যে পণ্যের দাম ৩ দিন যেতে না যেতেই বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এ ছাড়া শহরে দেখা গেছে কিলোমিটার ভেদে বিভিন্ন পণ্যের দাম ৫-১০ টাকা করে বাড়িয়ে রাখছেন খুচরা বিক্রেতারা। গত এক সপ্তাহের ব্যবধানে চাল-ডাল, পেয়াজ-রসুন, ডিম-মাংসসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে।
গত সপ্তাহে মোটা চাল বিক্রি হয়েছে ২৪শ’ টাকা মণ, কিন্তু এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৬শ’ থেকে সাড়ে ২৮শ’ টাকায়। এ ছাড়াও মিনিকেট, নাজিরশাইল চালের দামও বস্তাপ্রতি বেড়েছে গড়ে ২শ’ টাকা করে। পেয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা করে, চিনি ১৩৫ টাকা। তবে শীতকালীন সবজীর দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ফুলকফি-পাতাকফি পাইকারি বাজারে প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা করে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। এছাড়া আলু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি এবং খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে। একই হারে গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা করে বাড়ানো হয়েছে, তাও আবার এক কেজির মধ্যে আড়াইশ গ্রাম চর্বি ও হাড় দেয়া হয়। পোল্ট্রি মোরগ ১৪০ টাকা কেজি থেকে ২১০-২২০ করা হয়েছে। কক ২৮০-৩২০ টাকা করা হয়েছে। এরকম বিভিন্ন পণ্য বাড়ানো হয়েছে। তবে বিক্রেতারা জানান, পাইকারী বাজার থেকে বেশি দামে কিনতে হয় বিধায় তারাও বেশি রাখছেন। তবে সাধারণ ক্রেতারা মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com