শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ভোগদখলে আসামীদের বাধা ॥ থানায় অভিযোগ ॥ মাধবপুুরে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র এক ব্যক্তিকে হত্যার হুমকি

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোঃ জামাল মিয়া নামে এক ব্যক্তিকে তার নিজের মালিকানা জায়গার ভোগদখল করতে বাধা প্রদান করছে একটি প্রভাবশালী মহল। এছাড়া ওই জায়গার ভোগদখলের চেষ্টা করা হলে তাকে ও তার পরিবারের লোকজনকে ওই প্রভাবশালী মহলটি হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মোঃ জামাল মিয়া বাদি হয়ে মাধব থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আসামীরা হলেন, একই গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে জিয়া উদ্দিন আপন ও আহমদ আলী, আহমদ আলীর ছেলে হারুন মিয়া, ইয়াকুব আলীর ছেলে ফরহাদ মিয়া, মৃত আলফু মিয়ার ছেলে শিশু মিয়াসহ অজ্ঞাত আরো ৫/৭ জন। অভিযোগ সূত্র জানায়, উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জামাল মিয়া একই উপজেলার জালুয়াবাদ মৌজার, জেএল নং-এসএ-১০৮, আরএস-১০৬, খতিয়ান নং-এসএ-৩৬, আরএস-৭৩, দাগ-এসএ-১২৭৯, আরএস-২৩৩৭ পুকুর, এসএ দাগ-১২৮০, আরএস-২৩৩৮ পুকুর পাড় এর এসএ মূলে ৩৬ ও আরএস মূলে ৩৪ শতক মৌরসী সম্পত্তির মালিক। আর আসামীরা তার চাচার মালিকানা বর্নিত তফসীল ভূমির অর্ধেক অংশের ক্রয়সূত্রে মালিক। তবে আসামীরা অর্ধেক সম্পত্তির মালিক হলেও তারা সম্পুর্ণ জায়গা দখলের নেয়ার চেষ্টা করছে। এতে মোঃ জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা দিলে তার পক্ষে রায় হয় এবং যার যার অবস্থানে থাকার জন্য দুই পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি জামাল মিয়া মেনে নিলেও আসামীরা আদালতের নির্দেশ অমান্য করছে। গত ৫ জানুয়ারী জামাল মিয়া তার মালিকানা জায়গা থেকে বাশ কাটতে গেলে আসামীরা তাকে বাধা দেয়। এক পর্যায়ে আসামীরা তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে মারমুখি হয়ে উঠে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে শান্ত করেন। এছাড়া অভিযোগে আর বলা হয়েছে, জামাল মিয়া তার মালিকানা জায়গার ভোগদখল করার চেষ্টা করলে আসামীরা তাকে এবং তার পরিবারকে প্রাণে হত্যা করে উক্ত জায়গা তাদের দখলে নিবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় রযেছেন তিনি। এ ব্যাপারে তিনি আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com