সোমবার, ১৩ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ এর উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ মোহাম্মদ হারুন-অর-রশীদ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফোকাল পার্সন মোঃ ছিফাত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বার্ষিক মামলা দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত পরিসংখ্যান, উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ। বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মচারীগণের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন, ২০২৩ উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল আলীম।
এছাড়া ২০২৩ সালে থানার পরোয়ানা তামিল সংক্রান্ত তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ। উক্ত পরিসংখ্যানের ভিত্তিতে আদালতে সাক্ষী উপস্থাপন, প্রসেস নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, প্রতিবেদন দাখিলসহ অন্যান্য বিষয়ে শতকরা ৮৯.২২ শতাংশ পারফরম্যান্সের জন্য মাধবপুর থানা সেরা নির্বাচিত হয়। মাধবপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ এর নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানের মুক্ত আলোচনায় মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতে সাক্ষী উপস্থাপন, তদন্ত প্রতিবেদন দাখিল ও প্রসেস তামিল বিষয়ে পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দায়-দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পিবিআই‘র প্রতিনিধি, সিআইডি প্রতিনিধি, ডিবি প্রতিনিধি, জেল সুপার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ম্যাজিস্ট্রেটবৃন্দ বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জদের তদন্ত ও প্রতিবেদন আদালতে দাখিল সহ অন্যান্য প্রশ্নের উত্তরসহ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। হবিগঞ্জ জেলায় কর্মরত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকার, ফখরুল ইসলাম, রাহেলা পারভীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন ও সোহেল ভুইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ মোখলেছুর রহমান ও পিপি এ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ ২৮ জুন ২০২১ সালে হবিগঞ্জ জেলায় যোগদানের পর এ পর্যন্ত প্রায় ৮ হাজারের অধিক মামলার জট কমেছে। অনুষ্ঠানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের মামলা দায়ের/প্রাপ্তি ও নিষ্পত্তি বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়। ২০২৩ সালের শুরুতে মোট মামলার সংখ্যা ছিল ১১,৯৬৪টি, এ সময়ে দায়ের ও প্রাপ্তি ১২২৭৭টি এবং মোট নিষ্পত্তি ১৩,৯২০টি। ১ জানুয়ারী, ২০২৪ তারিখে বিচারাধীন মোট মামলার সংখ্যা ১০,৩২১ যা বিচার বিভাগ পৃথক হওয়ার পর হতে হবিগঞ্জ জেলায় সর্বনিম্ন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com