স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান জমিলা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃবিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সপ্তন্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।