শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

শিশুরাই আগামীতে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলবে-এসপি আক্তার হোসেন

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার মহান বিজয় দিবস চিত্রাংকণ প্রতিযোগিতা শিশু কিশোরদের মনন, চিন্তা-চেতনা ও মেধা বিকাশে অগ্রনী ভূমিকা পালন করবে। চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন। তিনি বলেন, ‘এই শিশুরাই আগামীতে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলবে।’ আক্তার হোসেন বলেন,‘হবিগঞ্জে মাদকের ছড়াছড়ি রয়েছে। আমি ইতিমধ্যে মাদক প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। মাদক হবিগঞ্জে থাকতে পারবে না। মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধংস করে দিতে পারে।’ তিনি মহান বিজয় দিবস চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের জন্য মেয়র আতাউর রহমান সেলিমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শুক্রবার বিকেল ৩ টায় হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও শিশুর মায়েদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আপনাদের সহযোগিতা থাকলে পরবর্তী বছর আরো ব্যাপক পরিসরে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।’ তিনি হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশগ্রহনকারী সকল শিশু ও তাদের মায়েদেরকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং এ ব্যাপারে অন্যাকে উৎসাহিত করতে আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক আওয়মীলীগের সভাপতি এমদাদুর রহমান চৌধুরী। পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। এছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। আলোচান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিশুদের ৩ ক্যাটাগরিতে ১৫ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট, ৫ জন মাকে সার্টিফিকেট ও ক্রেষ্ট, বিশেষ চাহিদা সম্পন্ন ৬ জনকে সার্টিফিকেট ও ক্রেষ্ট, ৬৫ জন মাকে সার্টিফিকেট ও ডাস্টবিন, ২৫৫ জন শিশুকে মগ ও সার্টিফিকেট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com