সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

হবিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সব ভয় জয় করে’ বৈশাখী টেলিভিশন ১৯ বছরে’- এই প্রতিপাদ্যে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অুনষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। আলোচনা সভার পর কেক কাটা, ফটোসেশন অনুষ্ঠিত হয়। সর্বশেষে শহরের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বৈশাখী টেলিভিশনে কর্মরত সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্যে বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ ১৮ বছর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ১৯শে পাঁ রেখেছে। বৈশাখী টেলিভিশনে জেলার অনেক সমস্যা-সম্ভাবনার কথা উঠে এসেছে। তিনি স্থানীয় প্রতিনিধি সাইফুর রহমানের কথা উল্লেখ করে বলেন, সে খুব স্বল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। তুলে ধরেছে জেলার উন্নয়ন চিত্রও। সামনেও আরো বেশি বেশি সংবাদ পরিবেশন করে হবিগঞ্জ জেলার উন্নয়নে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম তার পৌর পরিষদের পক্ষ থেকে বৈশাখী টেলিভিশনের কলাকৌশলীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হবিগঞ্জ শহরেও বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্যাগুলো বৈশাখী টেলিভিশনের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পৌর এলাকার উন্নয়ন চিত্রগুলোও তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে হবিগঞ্জের নানা শ্রেণীপেশার শতাধিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে হবিগঞ্জ প্রেসক্লাবে জড়ো হয়েছিলেন। এতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেকের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মহিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, বিশিষ্ট সমাজসেবক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক। অনুষ্ঠানে বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, ইন্ডিপিন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এসএম নুরুজ্জামান চৌধুরী শওকত, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, যায়যায়দিনের জেলা প্রতিনিধি নুরুল হক কবির, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, এখন টিভির কাজল সরকার, হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার আখলাছ আহমেদ প্রিয়, দেশ টিভির আমীর হামজা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ মোশাহিদ আহমেদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর শুভেচ্ছা জানান- আয়কর আইনজীবী এ্যাডভোকেট মোস্তফা মিয়া, কেয়ার মেডিক্যাল সার্ভিসেস’র ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান সবুজ, এডভোকেট প্রতীম গোপ, ইউনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর তাইবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেন আহমেদ ঠাকুর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সঙ্গীত শিল্পী রাসেল আহমেদ, হুমায়ুন আহমেদ, ফরহাদ আহমেদ, উজ্জল আহমেদ, শেখ ওসমান গণি রুমি, আখতারুজ্জামান তরফদার, আহমেদ জয়, জিয়াউল হক, সোহাগ আহমেদ, তানিম, সাদমান, তানভীর, তুহিন, আকাশ, সজিব, আফজল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের অফিস সহকারী নিশিকান্ত দাশ। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com