শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ ভাগ্নের হাতে মামা খুন ॥ আটক ২ নবীগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান ॥ ৫৫ কেজি গাঁজা উদ্ধার ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাইন মার্ডার মামলায় বানিয়াচং থানার সাবেক ওসি গ্রেফতার মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বানিয়াচঙ্গে সমাবেশ ॥ ২৪ ঘন্টার মধ্যে পাপন চন্দ্র গোপকে গ্রেফতারের দাবী নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (র:) হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-সৈয়দ শাহজাহান পুকড়ায় কলার ছড়ি চুরির দায়ে আটক ২ আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী জিল্লুর রহমানের মতবিনিময় মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক

শহরে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ায় হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্বেগ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে বিএনপি পুলিশ সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ এবং দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল রোববার রাত ৮টায় জরুরি সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের পরিচালনায় সভায় সাংবাদিকবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, গোলাম মোস্তফা রফিক, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, রাশেদ আহমদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাহ ফখরুজ্জামান ও সায়েদুজ্জামান জাহির, সদস্য শ্রীকান্ত গোপ, আবু হাসিব খান চৌধুরী পাবেল, এমদাদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালীম, মুজিবুর রহমান, আনিসুজ্জামান চৌধুরী রতন, কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক প্রমূখ।
সভায় ঢাকায় চিকিৎসাধীন চোখে গুলিবিদ্ধ নিরঞ্জন গোস্বামী শুভকে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়াও সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা প্রশাসক দেবী চন্দসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অপরদিকে, দু’জন সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ না করায় উদ্বেগ প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com