স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির ফলে শহরের মানুষ চলাচল কমে যায়।
সার্কিট হাউজ প্রাঙ্গণ, জেলা পরিষদের সামনের রাস্তা, শায়েস্তানগর, পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ, শায়েস্তানগর হকার্স মার্কেট ও সামনের রাস্তা, শ্যামলি, সিনেমা হল রোড, নিউ মুসলিম কোয়ার্টার, মোহনপুর, হরিপুর, নাতিরাবাদ, আরডিহল সংলগ্ন পুরান মুন্সেফি রোড, ঘাটিয়া বাজার, বাতিরপুর, কামড়াপুর, নোয়াহাটিসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট কদমাক্ত হয়ে পড়ে। এতে মানুষ চলাচলে ব্যাঘাত ঘটছে। সরেজমিনে দেখা যায়, প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছেন না।