শনিবার, ১১ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

আলেমদের জন্য ফ্রি আইনি সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন এডভোকেট নোমান চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলেমদের জন্য ফ্রি আইনি সেবা প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন হবিগেঞ্জর সুনামধন্য আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কার্যালয়ে আলেমগণদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, ৯৫% মুসলমানদের দেশে ইমাম-মুয়াজ্জিনসহ সর্বস্তরের আলেমগণ প্রতিনিয়ত বঞ্চিত ও নির্যাতিত। এদেশের পরী-পাপিয়ারা কারাগারে রাজকীয় সুবিধা পেলেও আলেম উলামাগণ অসহনীয় নির্যাতনের শিকার। পরিকল্পিতভাবে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হাতে-কোমরে রশি বেঁধে কোর্টে উঠানোর মাধ্যমে বহির্বিশ্বের কাছে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এ সময় তিনি হবিগঞ্জের ইমাম-মুয়াজ্জিনসহ সকল আলেমগণের জন্য আমৃত্যু পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। একই সাথে তাদের জন্য ফ্রি আইনি সেবা প্রদানের ঘোষণা দেন। আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন অশুভ আইনি জটিলতায় যদি পরেন তাহলে আমার কাছে আসবেন, আমি বিনা পয়সায় আপনাদের আইনি সহায়তা দিবো। তিনি এই কার্যক্রম শুরু করার সাথে দেশের সকল আইনজীবী বন্ধুদের এই উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। জামে মসজিদের ইমাম-মোয়াজ্জেনরা যখন রিটায়ার্ড করবে তাদের পেনশনের দাবিও করেন তিনি। তিনি বলেন, আলেম-উলামাদের জন্য আলাদা কোর্ট প্রতিষ্ঠা করা দরকার এবং এই কোর্ট অনুযায়ী যে সমস্ত ইমামগণ মোয়াজ্জিনগণ রিটায়ার্ড হবেন তাদের পেনশনের আওতায় আনতে হবে। সর্বশেষে তিনি শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার, মাওলানা মামুনুল হক সাহেবসহ নিরপরাধ আলেমদের মুক্তির দাবি ও শাপলা চত্বরে নৃশংস গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। একইসাথে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় দেশের সর্বস্তরের সর্বপেশার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে মাওলানা ফরিদ আহমদের নেতৃত্বে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার অসংখ্য উলামাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com