সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

মাধবপুরে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনকালে বক্তারা ॥ শিল্পদূষণের কারণে ফসলের ক্ষতি নিরাপদ পানির অভাবসহ পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় শিল্প দূষণে ক্ষতিগ্রস্ত একাধিক স্থান পরিদর্শন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার উপজেলার শিব জয়নগর বাজার সংলগ্ন পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক শোয়েব চৌধুরী, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- শামীম আহমেদ, মোহাম্মদ ইউসুফ আলী শিহাব, মোহাম্মদ নুর উদ্দিন শামীম, মোহাম্মদ ইখলাসুর রহমান, মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ। স্থানীয় জনগণ এলাকায় দূষণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, ওই এলাকায় কারখানার অপরিশোধিত বর্জ্য বিভিন্ন খালের মধ্যে ফেলা হচ্ছে। ওইসব খাল এর মাধ্যমে হাওর- বিল, নদীতে ছড়িয়ে পড়ছে দূষণ। যে কারণে ফসলের মাঠে ফসল হচ্ছেনা, খালে, বিলে মাছ পাওয়া যাচ্ছে না। দুর্গন্ধের জন্য বাড়ি ঘরে থাকা চরম কষ্টকর হচ্ছে। লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শ্বাস কষ্ট, চর্মরোগে ভুগছেন অনেকেই। সকল প্রকার জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। পিয়াইম, সাকু চাইল, ধর্মমন্ডল, লক্ষ্মীপুর, সাইওয়াক, সুবিদপুর, দৌলতপুর, ফানদাউক, মুড়াকরি ইত্যাদি গ্রামের লাখো মানুষ মারাত্মক পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। এই অসহনীয় দূষণ থেকে সংশ্লিষ্ট গ্রামবাসী মুক্তি চান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জে শিল্পদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। যে কারণে ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিনি বলেন, শুরুতেই আমরা কল কারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু শিল্পায়নে প্রয়োজনীয় ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানিয়েছি। কিন্তু বিগত বছরগুলোতে এই শিল্পায়ন পার্শ্ববর্তী গ্রামগুলোতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। কোনভাবেই কোন শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত বর্জ্য পরিশোধন নিশ্চিত না করে কারখানার বাইরের এলাকায় যে কোন উপায়ে এবং কারখানার অভ্যন্তরে ভূ-গর্ভস্থ পানি দূষণ করতে পারে না, এটি দেশের প্রচলিত আইন ও বিধি ব্যবস্থার পরিপন্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com