মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

চলমান সংকট নিরসনে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে- এডঃ আশরাফুল বারী নোমান

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় মাসিক সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এবং হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
এ সময় তিনি বলেন, সময় প্রায় আসন্ন। পরিবর্তন আমাদের সন্নিকটে হাতছানি দিচ্ছে। দেশকে অপরাজনীতির হাত থেকে রক্ষা করতে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, পূর্বের ন্যায় আর চুরির নির্বাচন মানা হবেনা। চলমান সংকট নিরসনে নির্দলীয় অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
একইসাথে তিনি দেশ সংস্কারে এবং পরিবর্তনের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ডে গণঅধিকার পরিষদের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবন, পৌর শাখার আহ্বায়ক এড. আব্দুল মালেক হৃদয়, বাহুবল উপজেলার আহ্বায়ক মোঃ শফিউল আলম চৌধুরী, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, হবিগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মীর দুলাল, নবীগঞ্জ পৌরসভার সদস্য সচিব এখলাস মিয়া, বাহুবল উপজেলার সদস্য সচিব মোঃ মধু মিয়া, সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব মোঃ মানিক মিয়া, গণনেতা মোঃ বাবুল মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের স্বমন্বয়ক মোঃ আউয়াল মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সদস্য মাহদী হাসান, গণনেতা শফিক আহমেদ, গোপায়া ইউনিয়নের আহ্বায়ক মোঃ ফিরোজ মিয়া, সদস্য সচিব শামসুল হক, আহাদ মিয়া, যুবনেতা সাহিদ সর্দার, মোঃ লিটন মিয়া, ছাত্রনেতা বদরুল ইসলাম শাহ্ নুর, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ওহি, যুবনেতা সাগর মিয়া, শিপন মিয়া, গণনেতা নিবর্শা মিয়া, গণনেতা আব্দুল কাদির, যুবনেতা অলি আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com