শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

০৯ অক্টোবর ২০১৩ ইং এর সকল সংবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩
  • ৪৫৬ বা পড়া হয়েছে

বাহুবল বাজারে পরিবহণ শ্রমিকদের তাণ্ডব
রুট দখলের জের ॥ ব্যাপক যানবাহন ভাংচুর
স্টাফ রিপোর্টার, বাহুবল থেকে ॥ রুট দখলের জের ধরে দু’দল পরিবহণ শ্রমিকের সংঘর্ষে বাহুবল বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্ট ধাওয়া ও যানবাহন ভাংচুরের তাণ্ডব চলে ঘন্টাকাল ব্যাপি। এতে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আত্মরক্ষা করেন। সংঘর্ষের পরপর অন্ততঃ ১৫টি যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। এ ঘটনায় উভয়পক্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। তাণ্ডব চলাকালে দোকান-পাটে ভাংচুরও হয়ে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে।
সূত্র জানায়, হবিগঞ্জ-বাহুবল ভায়া আউশকান্দি রোডে সম্প্রতি যাত্রীবাহি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ওই রুটটি বর্তমানে সিএনজি অটোরিক্সার একচেটিয়া দখলে রয়েছে। হবিগঞ্জ থেকে মিরপুর বাহুবল ও পুটিজুরীতে অল্প সংখ্যক ইমা গাড়ি চলাচল করে। সম্প্রতি ইমা পরিবহণের শ্রমিকরা রুট সম্প্রসারণের উদ্যোগ নেয়। এ খবরে সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গতকাল ইমা মালিক-শ্রমিকরা গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ-বাহুবল ভায়া আউশকান্দি রোডে ইমা চলাচলের প্রস্তুতি নেয়। এ লক্ষ্যে অন্ততঃ ১৫টি গাড়ি বাহুবল বাহুবল বাজারে নিয়ে আসা হয়। ইমা গাড়িগুলো চলানোর চেষ্টা করা করা হলে সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিকরা তাদের গাড়ি চলাচলে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ বাজারেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারে ঈদের কেনাকাটা করতে থাকা শত শত মানুষের উপস্থিতিতেই উভয়প পরষ্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে মুহূর্তেই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা দিগি¦দিক ছুটাছুটি শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে বাজারে রণক্ষেত্রে পরিণত হয়। ১০টার দিকে ইমা পরিবহনের লোকজন পিছু হটলে সিএনজি শ্রমিকরা একটি মাইক্রোবাসসহ অন্ততঃ ১৫টি ইমা গাড়ি ব্যাপকভাবে ভাংচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার মিরপুর ও চলিতাতলা পয়েন্টেও উত্তেজিত শ্রমিকরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ঘটনার পরপর বাজারের ব্যবসায়ীরা সংঘর্ষ চলাকালে দোকানপাটে লুটপাট হয়েছে বলে দাবি করেন। এর প্রতিবাদে দুপুরে মধ্যবাজারে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ করেন। বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শাহ আবদাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম.এ জলিল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, শফি আহমেদ চৌধুরী, ক্বারী হোসাইন আহমেদ, হুন্দা মিয়া, কালাম মিয়া, হিফজুর রহমান, হাফেজ মাওলানা লুৎফুর রহমান ও জুয়েল আহমেদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোডে ইমা ও সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের নামে নেমে এসেছে চরম দুর্ভোগ।

ড. শাহ নেওয়াজকে হবিগঞ্জ
প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার ॥ ভাইটাল ম্যানেজমেন্ট সলিউশন ইউকে এর নির্বাহী পরিচালক, নিউ ইমেজ মিডিয়া গ্র“প এর চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ শাহনেওয়াজ এর সাথে হবিগঞ্জের সাংবাদিকদের এক মতবিনিময় গতকাল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালীম, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, মানবকণ্ঠ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, ইসলামী টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শাহনেওয়াজ বলেন,  সঠিক ও বস্তু নিষ্ট সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি হবিগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকতার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গরুর বাজার থেকে
পকেটমার আটক
স্টাফ রিপোর্টার ॥ পকেটমার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ থানা পুলিশ।
গতকাল বিকালে পৌর এলাকার গরুর বাজার এলাকা থেকে জালাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে হবিগঞ্জ থানা পুলিশ। আটককৃত জালাল উদ্দিন, বি-বাড়িয়া জেলার নাসিনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত সিদ্দিক আলী পুত্র।

নবীগঞ্জে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর
লুটপাট, অগ্নিসংযোগ ॥ আহত ৪
নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের স্বামী পরিত্যক্তা মরফুল বিবির সাথে একই গ্রামের জমির আলীর ছেলে আব্দুল মোছাব্বীর টুনু মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। এর জের ধরে গত সোমবার ২০/২৫ জনের একদল লোক মরফুলের বাড়িতে হামলা চালায়। এতে মরফুল বিবি (৩৫), তার বৃদ্ধা মাতা আদরজান বিবি (৫০), ছেলে এলাইছ মিয়া (১৭) ও ভাই জামাল মিয়া (২২) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জানান, মরফুল বিবির বাড়িতে প্রতিপক্ষের চালানো তান্ডব নজিরবিহীন। মরফুল বিবি জানান, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তার বাড়ি-ঘর দখলের চেষ্টা করে আসছিল। ব্যর্থ হয়ে আমার ছেলেকে মারপিট করে টাকা-পয়সা নিয়ে যায়। এ ব্যাপারে আব্দুল মোছাব্বীর টুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার কলেজ পড়ূয়া মেয়েকে রাস্তাঘাটে মরফুল বিবির ছেলে এলাইছ মিয়া ইভটিজিং করে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয় মুরুব্বীয়ান বিচারও করেছেন। তবুও তা বন্ধ হয়না। এতে ক্ষিপ্ত হয়ে টুনু মিয়ার পক্ষের লোক এলাইছকে চড়থাপ্পর মারে। এঘটনায় মরফুল থানায় মামলা করে আমাদের হাকডাক দিলে ঘটনার সুত্রপাত ঘটে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে মরফুল বিবি বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

নবীগঞ্জ শহরে ব্যবসায়ী প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পশ্চিম বাজারের দত্ত টেডার্সে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, জয় দত্তের মালিকানাধীন মেসার্স দত্ত ট্রেডাসের সার্টারের তালা ভেঙ্গে গতকাল রাতে চোরেরা ৫শ ৪ লিটার পুষ্টি সোয়াবিন, ১৩শ ৬৮ লিটার ফ্যামেলী ওয়েল, ২৯ কেজি প্রাণ পাউডার, প্রাণ লিকুইড ৬শ লিটার, একটি মোবাইল সেট নগদ ৯ হাজার টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশের এস আই আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবীগঞ্জে পিকআপ ভ্যান নিয়ে
ক্রেতা-বিক্রেতার মধ্যে টানাটানি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দিতে ১৩ লাখ টাকা মূল্যের পিকআপ ভ্যান নিয়ে মালিক ও কোম্পানির কর্মকর্তাদের সাথে টানাটানির ঘটনা ঘটেছে। কিস্তির মাধ্যমে রানার্স মটরস এর কাছ থেকে ক্রয়কৃত ৩ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া ঋণ খেলাপীর কারণে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ গরু হাট থেকে ওই পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো নং-১১-১৭৬০) কোম্পানির লোকজন জব্ধ করে আউশকান্দি নিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাবেদের লোকজন কোম্পানির দায়িত্ব প্রাপ্ত চালককে উদ্দেশ্যে করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্থ হয়।
জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের শফিক মিয়ার পুত্র জাবেদ মিয়া নামের ব্যক্তি রানার্স মটরের ডিলার মাধবপুর উপজেলার হাসি খুশি মটরর্স থেকে উল্লেখিত গাড়িটি চুক্তির মাধ্যমে কিস্তিতে ক্রয় করেন। এর পর থেকে কোম্পানীর সাথে চুক্তি মত লেনদেন না হওয়ায় ৩ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া পড়ে। এ নিয়ে গতকাল আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমেদের সভাপতিত্বে ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘটনাটি নিরসন হয়। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার এস,আই আরিফ আহমেদ, রানার্স মটরর্স এর সিনিয়র এক্সিকিউটিভ রবিউল ইসলাম, ব্যবসায়ী সমিতির নেতা ফজলুল করিম মিছবা, মুজিবুর রহমান, ফখরুল ইসলাম জুয়েল, বিশিষ্ট ব্যক্তি ফজলু মিয়া, আঃ হক প্রমূখ।

সাবেক শিবির নেতার পিতার মৃত্যুতে জেলা শিবিরের শোক
বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ছাত্রশিবির নেতা শেকুল ইসলাম সরদারের পিতা মোঃ দরস সরদার এর ম”ত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান খান, সাহিত্য সম্পাদক এস.এম নাদির শাহ, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সামছুদ্দোহা। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বানিয়াচংয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ
ফুটবল টুর্ণামেন্ট সফল করতে সভা
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউএনও অফিসে ইউএনও এসএম মুনীর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টারের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মাওলানা হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার, শিক্ষক আঃ রউফ, স্কাউট লিডার মতিউর রহমান মতি, ক্রীড়া সংগঠক এনামুল মোহিত খান, সালাউদ্দিন ফারুক, মুর্শেদুজ্জামান লুকু, রৌশনারা আক্তার প্রমূখ। সভা শেষে এল.আর হাইস্কুল মাঠ পরিদর্শন করে জরুরী ভিত্তিতে উন্নয়নের জন্য ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়া হয়। উল্লেখ্য, জেলার সকল উপজেলার বড় বড় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে বানিয়াচং এল.আর হাইস্কুল মাঠ একটি উল্লেখযোগ্য ভেন্যু।

রুবেল মিয়া নবীগঞ্জ উপজেলার
শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৩ উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক, কাব শিশু, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা সভাকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান। উক্ত সভায় সাাতকার ও বিভিন্ন যোগ্যতাভিত্তিক প্রশ্নের মাধ্যমে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়াকে নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ঘোষনা করা হয়। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীর রানা গীতি পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

চুনারুঘাটে গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার
চুনার”ঘাট থেকে ঃ হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় থানার এস আই হারুনুর রশীদ ও এ এস আই প্রদীপ দাস, নাসির উদ্দিন এবং ফারুক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলি চান্দপুর সড়কের সুতাং ব্রীজের নিকট অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা, ভারতীয় ২৫ বোতল বোটকা ও ২৪ বোতল অফিসার্স চয়েজ উদ্ধার করেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য লাধিক টাকা হবে বলে পুলিশ জানায়।

বিভিন্ন দলের শতাধিক ছাত্র নেতাদের ছাত্র সমাজে যোগদান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক সাজু তালুকদারের নেতৃত্বে  বিভিন্ন দলের শতার্ধিক ছাত্র নেতারা জাতীয় ছাত্র সমাজে যোগদান করেছেন। সম্প্রতি তারা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। এ সময় জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় ছাত্র সমাজ হচ্ছে পল্লীবন্ধু এরশাদের আদর্শের একটি ছাত্র সংগঠন। যে সংগঠনে সন্ত্রাসী, চাদাবাজ, টেন্ডাবাজ ও মাদ্যকসেবীদের স্থান নেই।  এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব আজমান আলী, আব্দুল মুক্তাদীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাউছার উল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাবেক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, এডভোকেট শিবলী খায়ের, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিুর রহমান ময়না, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সৈয়দ আকলাক উদ্দিন মুনসুর, প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, পৌর ছাত্র সমাজের সাংগঠনিক  হবিগঞ্জ সদর উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল হুদা ফারুক, সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুর”ল হক, স্বপন মেম্বার, প্রমুখ। যোগদানকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন, বেলাল আহমেদ, রায়হান আহমেদ, জীবন চৌধুরী, নবিন খাঁন, মোরশেদ চৌধুরী, ফরহাদ আহমেদ, জিহান আহমেদ, শিহাব চৌধুরী, আকাশ চৌধুরী, সায়েম চৌধুরী, সৈয়দ আহমেদ, ফয়েজ আহমেদ, শুভ, রাজু, ফাহিম, মাহমুদ, ইমাম প্রমুখ।

বানিয়াচংয়ে ইঁদুর নিধন
অভিযানের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ইঁদুর নিধন অভিযান-২০১৩ পালন উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে সভায় মিলিত হয়। উপজেলা কৃষি অফিসার মস্তোফা ইকবাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী সুফিয়া ফেরদৌসী, সমবায় অফিসার সুভাষ দাস, বিআরডিবি অফিসার নাজমুল হক, সমাজসেবা অফিসার জালাল উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার আলীম উদ্দিন প্রমূখ।

দুই নৌকার সংঘর্ষে কাউরিয়াকান্দি
গ্রামের এক ব্যক্তি নিহত ॥ আহত ১
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের দুই নৌকার সংঘর্ষে নিহত ১ ও আহত১।
জানা যায়, গতকাল বিকালে হবিগঞ্জ কালাডোবা থেকে কাউরিয়াকান্দি যাত্রীবাহী একটি নৌকা ও কাউরিয়াকান্দি থেকে হবিগঞ্জগামী বিপরীতমূখি ২টি নৌকার সংঘর্ষ বাধে। এতে নৌকার যাত্রী আহমদ আলী চৌধুরী (৬০) ঘটনাস্থলেই মারা যায়। অপর যাত্রী হাদিস মিয়া (৩৫) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবলের গ্রামে গ্রামে ডায়রিয়ার প্রাদূর্ভাব
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গ্রামে গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দু’দিনে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অন্ততঃ ১৫ জন। এছাড়া অর্ধশত লোক চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তন ও গত ক’দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে ডায়রিয়া দেখা দিয়েছে। স্বাস্থ্য অসচেতন এলাকাগুলোতে এ রোগের প্রাদুর্ভাব একটু বেশী।
হাসপাতাল সূত্র জানায়, গত দু’দিনে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্ততঃ ১৫ জন। এরা হলেন- শংকরপুর গ্রামের সেবিনা আক্তার (২৭), মুগকান্দি গ্রামের আব্দুল হামিদ (৪৫), লামাতাশী গ্রামের আফতাব উদ্দিন (৩৫), সেওরাতুলী গ্রামের রাকিবুল হাসান (৪), শ্যামপুর গ্রামের প্রতিভা রানী (৩৫), বাহুবল গ্রামের অলিদা খাতুন (২০), পুটিজুরী গ্রামের আবুল কালাম (২২), সাতপাড়িয়া গ্রামের রুহেনা (২২), হাসনাবাদ গ্রামের দিলারা (৩৫), আমতলী এলাকার কনিকা (২৫), চানপুর গ্রামের আমিনা, বাহুবল গ্রামের কুটি মিয়া, কাশিপুর গ্রামের অলিউর রহমান, হরিতলা গ্রামের লক্ষ্মী, গোহারুয়া গ্রামের রুজিনা খাতুন ও বড়গাঁও গ্রামের তাছলিমা বেগম।

মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীকে
ভ্রাম্যমান আদালতের কারাদন্ড
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যামন আদালত। দন্ডপ্রাপ্তরা হল পৌর শহরের পশ্চিম মাধবপুরের আবুল কালামের পুত্র সাইফুল ইসলাম কালু (২৬), একই গ্রামের আব্দুল রহমানের ছেলে আব্দুল হামিদ (২৭) ও মনু মিয়ার ছেলে আক্তার হুসেন (২০)। গত সোমবার মাধবপুর পৌর শহরে সেমকো বিরতী ফিলিং ষ্টেশন এলাকায় মাদক বিক্রি ও পরিবহনের দায়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের কার্যালয়ে তাদেরকে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালতে স্থাপন করে প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।
এদিকে মাধবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত ৩ জনসহ মোট ৮ জনকে আটক করে।

তেঘরিয়ায় এমপি প্রার্থী সৈয়দ
আহমদুল হকের ব্যাপক গণসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থীতা ঘোষণা করে বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। তিনি গতকাল মঙ্গলবার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। বিকেলে ওই ইউনিয়নের শিমেরগাঁও, সৈয়দাবাদ, আব্দুল্লাপুর গ্রামের সর্বস্তরের নারী পুরুষ ও যুবসমাজের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, হাফেজ আব্দুর রহমান, সামছুল হক, মোঃ উজির মিয়া। স্থানীয় জনতার বিশিষ্ট জনের মধ্যে মোঃ আজগর খান, মোঃ নিয়ামত মিয়া, মোঃ ছুরাব আলী, মোঃ নূর মিয়া, মোঃ রেনু মিয়া ও মোঃ তোতা মিয়া উপস্থিত ছিলেন।

জেলা তালামীযের প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় সভাপতি
ইসলামের তাহজীব তামাদ্দুন রক্ষায়
কর্মীদের ময়দানে কাজ করতে হবে
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামের তাহজীব তামাদ্দুন রক্ষায় কর্মীদের ময়দানে কাজ করতে হবে। মেধার লালন ও উন্নত চরিত্র গঠনে তালামীযে ইসলামিয়ার কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণার্থী তালামীয কর্মী বন্ধুরা কোরআন ও সুন্নাহর আলোকে পীর মাশায়েখ ও অলি আউলিয়াদের পথ ও মত অনুসরন করে চলতে হবে। সম্প্রতি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক পইল সাহেব বাড়ীতে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নজীর আহমদ হেলাল উপরোক্ত কথাগুলো বলেন। জেলা শাখার সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ নাছির উদ্দিন খান, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোঃ তারেকুর রহমান, শানে ফুলতলী পরিবেশন করেন নোমান আহমদ, তারানায়ে তালামীয পরিবেশন করেন আবু সাঈদ মোঃ ছায়েম। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালামীযে ইসলায়িমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ ফজলুল হক খান, কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহীদ আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি ওলীউর রহমান সানী, সৈয়দ মঈনুল হক আরিফ, দৈনিক তরফ বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, আনজুমানে আল-ইসলাহ হবিগঞ্জ জেলা সহ-সভাপতি শাহ্ আহমদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্বাস আলী, নবীগঞ্জ  শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ কুতুব উদ্দিন খান। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তালামীযের সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বির হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম প্রমুখ।

ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর ভাতিজা
গোলাম কিবরিয়া চৌধুরীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥
হবিগঞ্জ জেলা পরিষদের প্রাশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর ভাতিজা আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী কন্টু মিয়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি… রাজিউন)। তিনি গত শুত্রবার বিকেলে লন্ডন মানচেষ্টার হাসপাতালে ইন্তেকাল করেন। গত সোমবার বিকাল ৪ টায় লন্ডন থেকে গ্রামের বাড়ি উপজেলার বদরদী গ্রামে তার মরদেহ এসে পৌছে। ওই দিন বিকাল ৫ টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে রেখে গেছেন। তার নামাযে জানাজায় হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, এডঃ আবুল মনসুর, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন দৈনিক “আমাদের নবীগঞ্জ” সম্পাদক কিবরিয়া চৌধুরী, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এম এ স্বপন চৌধুরীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। উল্লেখ্য, মরহুম গোলাম কিবরিয়া চৌধুরী কন্টু মিয়া সাবেক নবীগঞ্জ ছাত্রলীগ নেতা জুনেদ আহমেদ চৌধুরীর আপন চাচা ও আমেরিকা প্রবাসী তৌফিকুল ইসলাম চৌধুরী জাবেদ এর মামা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com