শনিবার, ১৭ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

নবীগঞ্জের দিনারপুরে টিলা ধ্বসে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি পরগণা দিনারপুরে টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে গেছে। এ ঘটনায় তিন পরিবারের ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এদিকে টিলা ধ্বসের খবরে দিনারপুর পরগণার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীরটিলার পাদদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে মনে ঝুঁকি ও আতঙ্ক দেখা দেয়। টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধ্বসে পড়ে। এতে মীরটিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে আসবাবপত্র, গবাদি পশুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্থানীয় লোকজন তিনটি পরিবারের নারী-শিশুসহ ১০ জন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। টিলাধ্বসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন- মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে বসবাস করি তাদের মনে পাহাড় বা টিলা ধ্বসের আশঙ্কা বিরাজ করে। শুক্রবার ভোরে হঠাৎ মীরটিলার মাটি ধ্বসে আমার ঘরসহ ৩টি ঘর ভেঙে যায়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় আমাদের বের করা হয়। ঘরের মালামাল ও গরুর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ৩টি পরিবারের ১০জন কিছুটা আঘাতপ্রাপ্ত হই। পরে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি।
খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন ইউএনও। গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহেদ আহমদ জানান- আমার ওয়ার্ডের মীরটিলার নিচে ১৫-২০টি পরিবার বসবাস করেন। শুক্রবার ভোরে মীরটিলার মাটি ধ্বসে পড়ে হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে গেছে। মানুষ, গবাদি পশু ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- টিলা ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে তিগ্রস্ত পরিবারকে কী কী দেয়া যায় একটা তালিকা করে খুব দ্রুত সহায়তা প্রদান করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com