স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামটি অবস্থিত। গ্রামটিতে প্রায় ২ হাজার লোকের বসবাস। গ্রামের সবাই হিন্দু ধর্মাবলম্বী। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় কৃষ্ণপুর গ্রামের বাবু অমরেন্দ্র লাল রায়ের নেতৃত্বে অনেক যুবক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে চলে যায় এবং সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করে। অপরদিকে যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চল হিসাবে নিরাপদ মনে করে গ্রামের মানুষের আত্মীয়-স্বজন পরিচিত ও অপরিচিত বহু মানুষ এখানে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করে।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর ৫ ঘটিকার সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং এলাকার স্থানীয় রাজাকার-আলবদর বাহিনী পুরো গ্রাম ঘিরে ফেলে। তখন ছিল বর্ষাকাল, গ্রামের চতুর্দিকে ছিল ভরাবর্ষার পানি। গ্রামের মানুষ বুঝতে পেরে দৌড়াদৌড়ি-ছুটাছুটি করতে থাকে। বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণের নির্দেশনা অনুযায়ী গকুলনগর গ্রামের বাসিন্দা কালিদাস রায় গ্রামের যুবকদের নিয়ে প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন প্রতিহত করার চেষ্টা করলেও পরবর্তীতে সবাইকে বিপদের কথা জানিয়ে সর্তক করার সময় পাকিস্তানি বাহিনীর হাতে লালচাঁনপুর প্রাইমারী স্কুলের কাছে ধরা পড়ে এবং সেখানেই তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। অনেকে ভয়ে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে থাকে। অন্যদিকে চলতে থাকে হানাদার বাহিনীর নিষ্টুরতম অভিযান। যাকে যেভাবে পেয়েছে গুলি করে কিংবা বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারতে থাকে। অনেককে ধরে এনে স্বর্গীয় যদু নন্দন রায়ের দেয়াল ঘেরা বাড়িতে লাইন করে গুলি করে হত্যা করে। এছাড়া চন্ডিপুর, লালচাঁনপুর, গকুলনগর, গদাইনগর ও গঙ্গাঁনগর গ্রামের বিভিন্ন জায়গায় একত্র করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। যুবতী মেয়েদের ধরে এনে সম্ভ্রম হানি ঘটায়। বিকাল ৫ ঘটিকা পর্যন্ত তারা এই পৈশাচিক কর্মকান্ড চালিয়ে চলে যায়। ঐদিন তারা গ্রামের ও গ্রামের বাহিরের মোট ১২৭ জন মানুষকে নিষ্টুর ভাবে হত্যা করে এবং অনেক লোক মারাত্মক ভাবে আহত হয়েও প্রাণে বেঁচে যায়। ধর্মীয় মতে এই লাশ গুলির কোন সৎকার সেদিন করা সম্ভব হয়নি। সব লাশকে বর্ষার পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অনেক মা বাবা তাদের প্রিয় মৃত সন্তানকে টেনে হিঁচরে পানিতে ভাসিয়ে দেয়। যারা বেঁচে গিয়েছিল পরবর্তীতে আবারো আক্রমনের ভয়ে ঐ রাত্রে সব মানুষ যে যেভাবে পারে পালিয়ে গিয়েছিল। ঐ দিন এমন কোন একটি বাড়িও তাদের হত্যাকান্ড ও লুটতরাজ থেকে রেয়াই পায়নি। চন্ডীপুর গ্রামের প্রায় সব পুরুষ লোককে হত্যা করায় বর্তমানে গ্রামটি নিচিহ্ন হয়ে গেছে। বর্ষার পানির স্রোতে এবং ঢেউয়ে অনেক লাশ ভেসে চন্ডীপুর গ্রামের পার্শ্বে আসায় বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিদর্শক অমরেন্দ্র লাল রায় গ্রামের সকলকে নিয়ে বধ্যভূমি নির্মাণের জন্য এই স্থানটি নির্ধারণ করেন।
কৃষ্ণপুর বধ্যভূমি দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর ২০০৯ খ্রি. হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার এডভোকেট মো: আবু জাহির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২ কিস্তিতে মোট ৩ লক্ষ টাকা সরকারি বরাদ্দ দেন এবং বধ্যভূমি নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শিক্ষা বিভাগের সহকারী প্রকৌশলী প্রদীপ কান্তি রায় বধ্যভূমি নির্মাণের নকশা প্রনয়ণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে ৩০ লক্ষ শহিদ আত্মদান করেছেন তাদের সংগে আছে কৃষ্ণপুর গ্রামের ১২৭ জন শহিদের আত্মদান। কৃষ্ণপুর গ্রামের অনাগত ভবিষৎ প্রজন্ম যাতে কৃষ্ণপুর গ্রামের ১২৭ জন শহিদের বীরত্বগাঁথা অবদান স্মরণ রাখে সেই জন্য পরবর্তীতে কৃষ্ণপুর গ্রামবাসির সিদ্ধান্ত মোতাবেক সকলের আর্থিক আনুকূল্যে ও সার্বিক সহযোগিতায় কৃষ্ণপুর বধ্যভূমি নির্মাণ সমাপ্ত করার প্রয়াস নেওয়া হয়েছে।