শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ থেকে মিশুক চালক নিখোঁজের ৭ দিন পর ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নাঈম’র গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে নাঈম মিয়া (১৪) নামের ১ কিশোরের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থান থেকে অজ্ঞাত হিসাবে এ লাশ উদ্ধার করা হয়।
পরে এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চার দিকে ছড়িয়ে পড়লে নিহতের বাবা নিদন মিয়া তার আত্মীয়-স্বজনদের নিয়ে চুনারুঘাট থানায় যান। পঁচা-গলা ও ফুলে থাকা লাশের পরণের শার্ট-প্যান্ট ও তার বাম হাত বাঁকা চিহ্ন দেখে লাশটি তার নিখোঁজ সন্তান নাঈম মিয়ার বলে নিশ্চিত করে বলেন। নিদন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের মৃত মোঃ আনছব আলীর পুত্র। নাঈম তার একমাত্র পুত্র সন্তান। নিদন মিয়া বলেন, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কটিয়াদি-ধুলিয়াখাল রুটে মিশুক চালানোর সময় নিখোঁজ হয়। তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ ও তাকে ওই রুটে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সকল স্থান খুঁজে নাঈমের কোনো সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় তিন জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, সকালে রঘুনন্দন বন ব্যবস্থাপক জুলফিকার আলীর সংবাদে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আনুমানিক ২আড়াইশ ফিট টিলার উপরের নির্জন স্থান থেকে নাঈমের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহালে তার গলাকাটা দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যার পর সেখানে নিয়ে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com