মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

নবীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কমকর্তা ও কর্মচারী, রাজনীতিবিদ সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক কল্যাণে কাজ করতে হলে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তিনি বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক রয়েছেন। এর মধ্যে হাতেগোনা কয়েকজন মেয়ের মধ্য আমি একজন। মেয়ে হিসেবে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন। এটাই আমার সার্থকতা। মাদকের বিষয়ে তিনি বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। পাশাপাশি আমাদের সন্তানদের গান, কবিতা, নাটক, নৃত্য প্রতি যদি সম্পৃক্ত করা যায় তাহলেই মাদক থেকে দুরে রাখা থাকবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। এছাড়াও বক্তারা, যানজটসহ বিভিন্ন সমস্যা তোলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজবী আহমেদ খালেদ, আরএমও ডা: চম্পক কিশোর সাহা সুমন, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নারায়ন রায়, দেবুল ভট্টাচার্য, সাধন দাশ প্রমূখ। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, স্বপন রবি দাশ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। এছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com