স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ে রুয়েল আহমেদ চৌধুরী (৩৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মৃত বাহা উদ্দিন চৌধুরীর পুত্র। জানা যায়, সে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী। প্রতিদিন কয়েকবার গোসল করতো। তবে সাতার না জানায় গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে করাঙ্গী নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সাতার না জানায় পানিতে ডুবে মারা গেছে।