বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

চুনারুঘাট উপজেলা যুবলীগের কাউন্সিল ঘিরে রাজনীতির মাঠ গরম

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৩৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগের কাউন্সিল ঘিরে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। প্রার্থীরা রাতদিন ছুটছেন ভোটারদের কাছে। ক্ষমতাসীন আওয়ামী যুবলীগের উপজেলা কাউন্সিলে এবার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৪ প্রার্থী মাঠে নেমেছেন। আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে কাউন্সিল। উপজেলা যুবলীগ সভাপতি পদে বর্তমান সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুস সহিদ নির্বাচন করছেন। সাধারণ সম্পাদকের পদে লড়াইয়ে মাঠে নেমেছেন বর্তমান সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ কাজল, ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ব্যবসায়ী খালেদ তরফদার, যুবলীগ নেতা মিজানুর রহমান সেলিম, মশিউর রহমান চৌধুরী ফয়ছল, খোকন চৌধুরী, শাহিদুর রহমান শাহিদ, আতাউর রহমান মিলন, মরতুজ সরদার, বশির আহমেদ ও অ্যাডভোকেট শাহিদ। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ২৬৫ জন কাউন্সিলর আগামী ২২ আগস্ট নির্বাচিত করবেন যুবলীগের কান্ডারী। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি পদে এবার শক্ত লড়াই না হলেও সাধারণ সম্পাদক পদে লড়াই হবে শক্ত। চার শক্তিশালী প্রতিদ্বন্দ্বি এবার মাঠে নামায় নির্বাচনী আমেজ বইছে সারা উপজেলায়। ভোটাররা কাকে রেখে কাকে ভোট দেবেন এমন আলাপ চলছে জোরেশোরে। অনেকেই জানিয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, তাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতি করে যুবলীগে এসেছেন। তাই ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক এ নির্বাচনে কিছুটা সুবিধা পাবেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরের ভাতিজা সাইফুল আলম রুবেল নির্বাচনী মাঠে প্রভাব কাটাবেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে সাংগঠনিকভাবে এগিয়ে থাকা কেএম আনোয়ার হোসেন আবারো চমক দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে। সাংগঠনিক সম্পাদকে পদে এবার ৩ জন নির্বাচিত হবেন। প্রার্থী হয়েছেন ৯ জন। তাদের মধ্যে অনেকের ছাত্র ও যুব রাজনীতিতে অবদান রয়েছে। নেতাকর্মীদের অনেকেই মনে করছেন যাদের ছাত্র ও যুব রাজনীতিতে অবদান রয়েছে তারাই নির্বাচিত হয়ে আসবেন। বাকিটা নির্ধারিত হবে ২২ আগষ্ট ভোট গণনার পরেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com