স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একেতো প্রচন্ড গরম, আবার পিডিবি ইচ্ছামাফিক বিদ্যুৎ দেয়া নেয়ার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি তাদের এই খামখেয়ালীর কারণে শুক্রবারে জুম্মার নামাজ পড়তেও শহরবাসীর কষ্ট হয়েছে। অনেকেই পানি না পেয়ে পুকুরে অযু ও গোসল করতে হয়েছে। তবে অভিযোগ রয়েছে, কোন সিডিউল ছাড়াই ৬-৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয় শহরে। গত শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে। আবার চলে যাবার পর ৫টায় দেয়া হয়। ৩০ মিনিট থাকার পর আবার চলে যায়। একেবারে রাত ১১টার দিকে দেয়া হয়। এসব কারণে শহরবাসী মনে করছেন পিডিবির কিছু অসাধু কর্মকর্তারা ইচ্ছা করেই এসব করছেন। নতুবা শহরের পাশে মাছুলিয়া, রামপুর, পইল, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকে। আর শহরেই নেই। এরকম পরিস্থিতি চলতে থাকলে শহরবাসী আবারও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আন্দোলনে যাবেন বলে জানা গেছে। গতকাল শনিবারও বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না। খবর নিয়ে জানা গেছে, পিডিবির কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বাণিজ্য মেলাসহ টমটম গ্যারেজ ও বিভিন্ন অবৈধ দোকান পাটে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। যার ফলে ঘাটতি মেটানোর নামে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হয়। এ বিষয়ে বারবার অভিযোগ করার পরও পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থা নিচ্ছেন না। তিনি জানান, ব্যবস্থা নেয়া হবে।