মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম গাজীপুরে ৫৮ কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই ব্যক্তিসহ ৪ মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ বিআরডিবি’র পজিপ মাঠ সংগঠক জেসমিন সুলতানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ হত্যা মামলায় মক্রমপুরের চেয়ারম্যান আহাদের ১০ দিনের রিমান্ড আবেদন নবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি শহরের দানিয়ালপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে সরকারি জায়গায় গাছ কর্তন ॥ বন্ধ করেছে পুলিশ মাধবপুরে ৪ কন্যা শিশু নিয়ে স্বামীর বাড়ি যেতে পারছে না প্রবাসীর স্ত্রী শহরে মোটর সাইকেল চোর সন্দেহে এক ভবঘুরে আটক শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

চাঁদপুরে হবিগঞ্জের ২ জনসহ আন্তঃ জেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর ও সিলেট থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য হবিগঞ্জের ২ জনসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া তিনটি অটোরিকশা ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল বুধবার (৩১ মে) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ।
গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হল, সিলেট জেলার বালাগঞ্জ থানার নঈম উল্লাহর ছেলে আনহার আলী (৩৫), সিলেট মহানগর মোঘলা বাজার থানার মোঃ শফিকুর রহমানের ছেলে বিল্লাল আহম্মদ (৩৪), সিলেট জেলার বিশ্বনাথ থানার সোনাপর আলীর ছেলে বিল্লাল হোসেন (২৪), হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খাঁনের ছেলে মোঃ নজরুল খান (২৬), একই জেলার বাহুবল থানার আবদুল মালেকের ছেলে সোহান মিয়া (২৪), সিলেট জেলার জৈন্তাপুর থানার আব্দুল সালামের ছেলে শিমুল আহম্মদ (২৪), একই জেলার গোলাপগঞ্জ থানার মৃত তোয়াজ উল্লাহর ছেলে আবুল বাছিত (৪০) ও গোয়াইঘাট থানার মৃত শফিকুর রহমানের ছেলে আলমগীর আহম্মদ (২৬)।
পুলিশ জানায়, গত ২৬ মে রাতে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাঁয়োচ এলাকার জব্বর আলী মুন্সি বাড়ী থেকে মোঃ শরীফ হোসেনের (২৭) অটোরিকশা চুরি হয়। শরীফ জানতে পারে একই রাতে আরও দুটি অটোরিকশা চুরি হয়েছে। এ ঘটনায় শরীফ ২৮ মে হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর হাজীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য আনহার আলীকে কুমিল্লা ক্যান্টনমেন্ট চৌরাস্তা এলাকা থেকে অটোরিকশাসহ গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, গ্রেপ্তার আনহার আলীকে জিজ্ঞাসাবাদের পর চোর চক্রের অবস্থান ও চুরির ঘটনার সব পরিকল্পনা জানা যায়। ৩০ মে আনহার আলীকে সঙ্গে নিয়ে সিলেট মেট্টোপলিটন মোঘলাবাজার থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বাকী সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের মধ্যে মোঃ নজরুল খানের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন। এ ছাড়া চক্রের আরও দুই সদস্য সজলু মিয়া ও উষার আলী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ দেবনাথ, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। পরে তাদেরকে চাঁদপুর কোর্টের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com