বুধবার, ২১ মে ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা লেবু মিয়ার জানাযা সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রাজন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আওয়ামীলীগ নেতা লেবু মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। কুর্শি ইউনিয়নের এনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা লেবু গতকাল সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
স্মরণকালের বৃহত্তর জানাজায় অংশ গ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল ফজল, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মনসুর, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মুকিত চৌধুরী, চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, সাইফুল জাহান চৌধুরী, সাংবাদিক এম এ বাছিত, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, মোঃ দিলাওর হোসেন, শেখ শফিকুজ্জামান শিপন, সালেহ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক হাজী মশরফুর রহমান, সৈয়দ সিরাজুল ইসলাম, আবদুল হাই ছাবু মিয়া, মোতাব্বির হোসেন সরদার, তাহিদুর রহমান, আবুল কালাম মিঠু প্রমুখ।
জানাজায় ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা ইরফান উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে এবং দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তাকে স্থানীয় দরগাহলামা কবরস্থানে সমাহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com