স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ধান চাউল ব্যবসায়ী সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮টায় উমেদনগর শিল্প এলাকার মেসার্স শেখ রাইস মিলের মাঠে এই অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লায়ন মোঃ মফিজুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন হবিগঞ্জ ধান চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লায়ন অমিয় চন্দ্র রায়।
বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, ধান চাউল ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ অটোমেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আদম আলী, ২নং রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট শিল্পপতি শংকর পাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, বারো’র সর্দার মোঃ সোনা মিয়া সর্দার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ ইউনুছ মিয়া, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ হাফিজুর রহমান হাফিজ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল ও হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান, ধান চাউল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, হবিগঞ্জ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট আবু নাঈম মোল্লা মোঃ শিবলী খায়ের, আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। অভিষেক অনুষ্ঠানে আরও অসংখ্য বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।