শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন বানিয়াচং থানার এসআই অমিতাভ

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন বানিয়াচং থানার এসআই অমিতাভ দাস তালুকদার।
গত ৬ এপ্রিল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সকাল ১০ টায় পুলিশ লাইন্সড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএমমুরাদ আলি সভাপতিত্বে উক্ত কল্যাণ সভার শুরুতে অত্র জেলারসদর কোর্টে কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ সারোয়ার আলম, বাহুবল মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ আশিকুর রহমান ও আজমিরীগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল মোঃ আমীর হামজার মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেয়া হয়। জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে বানিয়াচং থানার এসআই অমিতাভ দাস তালুকদার এর হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কান্তি দেব, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com