বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মেয়র আতাউর রহমান সেলিমের ২ বছর পূর্ণ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পৌরসভার উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করেছি-মেয়র সেলিম

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের ২ বছর পূর্ন হয়েছে। ২০২১ সালের ২৮ মার্চ নব নির্বাচিত পরিষদের মেয়র হিসেবে পরিষদের অন্যান্য কাউন্সিলরদের নিয়ে দায়িত্ব গ্রহন করেন তিনি। দায়িত্ব গ্রহনের দুই বছর পূর্তিতে তিনি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই দুই বছরে করোনা, বন্যাসহ নানা সংকটের মাঝেও পৌরসভার উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করেছি। পৌরবাসীর সেবায় ভবিষ্যতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ দুইবছর পূর্তিতে তিনি হবিগঞ্জ পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। দায়িত্ব গ্রহনের এক সপ্তাহ পার হতেই সারাদেশের মতো কোভিড-১৯ জনিত কঠোর লকাডাউনের কবলে পড়ে হবিগঞ্জ পৌরসভা। এরপর ভয়াবহ বন্যা, বিশ্ব সংকটসহ নানা প্রতিকুলতার মাঝেও কাজ করতে হয় বর্তমান পৌরপরিষদকে। নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিগত দুই বছরে পৌরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুুযায়ী বেশকিছু উন্নয়ন ও সমস্যা সমাধানের পথে এগিয়ে গেছে বর্তমান পৌর পরিষদ। মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে বিগত দুই বছরে উল্লেখ্যযোগ্য কর্মকান্ড হলো বাইপাস সড়ক হতে ২০ বছরের অস্থায়ী ডাম্পিং স্পটের আবর্জনা নতুন ডাম্পিং স্পটে অপসারন। হবিগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের কোন নির্দিষ্ট ডাম্পিং স্পট ছিল না। গত ২০ বছর যাবত কিবরিয়া মিলনায়তনের পাশে বাইপাস সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার যাবতীয় বর্জ্য অপসারণ করা হয়ে আসছিল। এই আবর্জনা কালক্রমে বিশাল আকার ধারন করে পরিবেশ দুষনের মারাত্মক কারণ হয়ে দেখা দেয়। বিগত দিনে নতুন ডাম্পিং স্পট বাস্তবায়নের শত চেষ্টা ব্যর্থ হয়। মেয়র আতাউর রহমান সেলিমের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাইপাসের পার্শ্ব হতে এই আবর্জনা নতুন ডাম্পিং স্পটে স্থানান্তর করা। অবশেষে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় একটি স্থায়ী ও একটি অস্থায়ী মোট দুইটি ডাম্পিং স্পট বাস্তবায়ন করা হয়। গত ২২ ডিসেম্বর ২০২২ জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বাইপাসের এই অবর্জনার স্তুপ নতুন ডাম্পিং স্পটে অপসারণ করা হয়। এ কাজ বাস্তবায়ন করতে খোয়াই বাধের উপর পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মাটি ভরাট করে রাস্তাও নির্মাণ করতে হয়। পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌরসভার প্রায় ৮০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার প্রায় ৮০ শতক জমি দীর্ঘদিন যাবত কার্যতঃ পৌরসভার বেদখল ছিল। এ স্থানে ব্যবসায়ীরা অবৈধভাবে প্রায় ৫০ টি দোকান পরিচালনা করে আসছিল। জমির মালিক পৌরসভা হওয়া সত্ত্বেও এ সকল দোকান হতে পৌরসভার তহবিলে কোন ভাড়া জমা হয়নি। বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম শ্মশানঘাট রোডে ‘পৌর হকার্স মার্কেট’ নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মাকের্টে পুনর্বাসন করে পানি উন্নয়ন বোর্ডের সামনের প্রায় ৮০ শতক ভূমি উদ্ধার করেন। জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের পরামর্শক্রমে এ স্থানে পরবর্তী প্রকল্প বাস্তবায়ন করা হবে। পৌর শ্মশানঘাটের সামনে পৌরসভার মালিকানাধীন একটি জলাশয়রকম ভূমি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় ছিল। এ জলাশয়টি একটি অসাধু কাঠ ব্যবসায়ী মহল অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের সামনের ক্ষুদ্র ব্যবায়ীদের পুনর্বাসনের লক্ষে এই জমিতে সকলের পরামর্শে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে হকার্স মাকের্ট নির্মানের উদ্যোগ নেন মেয়র আতাউর রহমান সেলিম। সেই মার্কেট এখন চালু অবস্থায় রয়েছে। হবিগঞ্জ শহরের পিটিআই এর সামনে পৌরসভার একটি ভবন বিভিন্ন নামে কার্যতঃ পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘ দিন যাবত। এ ভবনের সামনে বখাটে ছেলেদের আড্ডায় জন দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। মেয়র আতাউর রহমান সেলিম এই ভবনের সংস্কার করে ‘হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জ ও পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ হিসেবে এর কার্যক্রম চালু করেন। এই কেন্দ্রে বর্তমানে নিয়মিত টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কাজ চলে আসছে। মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভায় ইতিমধ্যে গুরুত্বপূর্ন রাস্তা সমূহ সংস্কার করা হয়েছে। কালীবাড়ি ক্রস রোড, কোর্ট ষ্টেশন রোড, কলেজ হোস্টেল ও পিটিআই রোড, জামে মসজিদের সামনের রাস্তা সহ বিভিুন্ন রাস্তা পৌরসভার উদ্যোগে আরসিসি ঢালাই করা হয়। এছাড়াও শ্মশানঘাট রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ন রাস্তাসমূহ বিটুমিনাস কার্পেটিং রাস্তা হিসেবে সংস্কার করা হয়। হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়ক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সার্বিক সহযোগিতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগ কর্তৃক আরসিসিকরণ করা হয়। এই সড়ক পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও চাদের হাসি হাসপাতালের পিছনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পুরাতন খোয়াই নদীর পাড়ে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় করে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকায় শিশুদের সাতাঁর শেখার কোন উপযুক্ত স্থান নেই। একারণে অভিভাবকরা তাদের সন্তানদের সাঁতার শেখাতে সমস্যায় পড়তে হয়। বর্তমান পৌরপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনকোন পুকুরে সাতার শেখা ও অন্যান্য কাজের জন্য একটি ঘাটলা, বাথ ও ড্রেসিংরুম এবং পুকুরপাড়কে নান্দনিক করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এ কাজ অনেকটা এগিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা ‘শিক্ষা সহায়তা কার্যক্রম’ হাতে নিয়েছে। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে পৌর এলাকার ১শ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মশার উপদ্রব হতে শহরবাসীকে রক্ষা করতে পৌরসভা ‘মশক নিধন অভিযান’-এর কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারী বেসরকারী অফিস, বাসা-বাড়ী ও দোকানপাটের আশেপাশে মশার প্রজনন রোধ করতে মশক নিধন ঔষধ নিয়মিত স্প্রে করা হচ্ছে। হবিগঞ্জ পৌর এলাকায় পানি নিস্কাশন নিশ্চিত করতে ইতিমধ্যে এক্সকেভেটরের মাধ্যমে এবং শ্রমিক কর্তৃক ড্রেন পরিস্কারের কাজ পরিচালিত হচ্ছে। দিনের পাশাপাশি এ ড্রেন পরিস্কারের কাজ রাতেও পরিচালিত হয়। আগামী অর্থ বছরের মধ্যে হবিগঞ্জ শহরের পানি নিস্কাশনের নিমিত্তে সুষ্টু একটি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে এবং পানি নিস্কাশন নিশ্চিত করা হবে বলে মেয়র আতাউর রহমান সেলিম আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com