শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

মাধবপুরে স্কুলছাত্রী মাসুমার মৃত্যুতে জড়িতদের শাস্তি দাবি মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মাসুমা আক্তারকে আত্মহননের প্ররোচনার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে মাসুমার শিক্ষা প্রতিষ্ঠান আন্দিউড়া উম্মাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষের আয়োজনে স্কুলের সামনে স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, মাধবপুর-চুনারুঘাটে সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসালম, উবায়েদ উল্লাহ, আবজল মেম্বার, এখলাছ সিরাজী।
বক্তারা বলেন, স্কুলছাত্রী মাসুমা আক্তার এর মৃত্যুতে জড়িত ইভটিজিং কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা উৎসাহিত হবে। নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। মা-বাবা ও অভিভাবকেরা তাঁদের মেয়েদের স্কুল-কলেজসহ বাইরে পাঠিয়ে আতঙ্কিত থাকবেন। উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের গান শিখতে যায়। এ সময় ওই গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমানসহ ৪ বখাটে কিশোর বিদ্যালয়ের কক্ষে ঢুকে শারীরিক নির্যাতন করে। পরে সন্ধ্যায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার রাতে মাধবপুর থানায় নয়ন পাঠানকে প্রধান আসামি করে মোট ৮ জনকে আসামি করে মামলা করেন। গত ২৭ ফেব্রুয়ারি সোমবার ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে এসআই আব্দুল কাদের আন্দিউড়া গ্রামের অভিযান চালিয়ে আব্দুল করিম (২২) নামে এক আসামিকে গ্রেফতার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com