শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় আউশকান্দি বাজারের রাস্তা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) কাঁচা বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। বাজারে আগত ক্রেতা বিক্রেতারা পড়েন চরম ভোগান্তিতে।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিন ওই কাঁচাবাজার গিয়ে দেখা যায়, বাজার ও আশপাশের বাসার বাসিন্দারা পানিবন্দি হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারে ড্রেন থাকা সত্যে পরিষ্কার না করার কারণে বৃষ্টির পানি জমে যায়। ফলে মানুষকে ময়লা পানিতে কাঁচাবাজারে আসতে পারছেনা। রাস্তার এক পাশে থাকা কাঁচা বাজার, মুদির দোকান ও মাছ বাজার প্রবেশের বিকল্প পথও এটাই। তাই এসব দোকানে ঢুকতে দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আহমেদ বলেন, একটু বৃষ্টি হলেই কাঁচা বাজারের এই অংশে পানি জমে যায়। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা বাড়ছে। তিনি বলেন, এখন বৃষ্টির মৌসুম, এ সময় প্রায়ই বৃষ্টি হবে। বৃষ্টিতে এমন জলাবদ্ধতা থাকলে তো ক্রেতা সংকটে পড়বো আমরা। মুদি দোকান ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘ড্রেন থাকার পরও এমন জলাবদ্ধতা মেনে নেওয়া যায় না। আমরা ব্যবসায়ীরা ভোগান্তি ও ক্ষতির সম্মুখীন হচ্ছি। কাঁচামাল ব্যবসায়ী আরশ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরেই দেখছি অল্প বৃষ্টিতেই বাজারে পানি জমে যায়। অথচ এর পাশে একাধিক বড় বড় দোকান রয়েছে। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত পানি অপসারণের উদ্যোগ নেওয়া জরুরি। আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নুরুল হক বলেন, নবীগঞ্জ উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আউশকান্দি হীরাগঞ্জ বাজার। এখানকার কাঁচাবাজারে অল্প বৃষ্টি হলে পানি জমে যায়। বাজারের ভেতর দিয়ে যাওয়া ড্রেনের সংস্কার না থাকায় বৃষ্টির পানি ও কাদায় রাস্তা চলাচল অনুপযোগী হয়ে যায়। তিনি বলেন, আগামীতে রমজান উপলক্ষে কাঁচাবাজারে তুলনামূলক ক্রেতার সংখ্যা বৃদ্ধি আরও বেড়ে যাবে। কিন্তু বৃষ্টি হলেই পানি জমে যায় বাজারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com