শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

জমির ফেরত পেতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ ॥ বগলাখালে এসিল্যান্ডের দেয়া লাল নিশান উপড়ে ফেলেছে দখলবাজরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা বগলাখাল গ্রামে কোর্টের মামলার রায় পেয়ে জমিতে যেতে পারছে না এক অসহায় পরিবার। সদর উপজেলা এসিল্যন্ড ওই ভূমিতে লাল নিশান দিয়ে আসলেও পরবর্তীতে উপড়ে ফেলে দেয় দখলবাজরা। বার বার এসিল্যান্ড এর স্মরানাপন্ন হয়েও হচ্ছেনা কোন প্রতিকার। গতকাল বুধবার উপজেলার যাত্রাবাড়ী এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আইয়ুব আলী ওই ভূমি দখলবাজদের কবল থেকে উদ্ধার করতে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল মৌজার, ৭১ শতক বোরো জমির মালিক বাংলাদেশ সরকার। সহায় সম্বলহীন হওয়ায় স্থায়ী বন্দোবস্ত মোকদ্দমা নং- ৯১/৮৮- ৮৯ইং মোকদ্দমায় ২০০০ইং সনে ১৬৫৯ নং রেজিষ্ট্রারী দলিল মুলে বাংলাদেশ সরকার উক্ত ভূমি মোঃ আইয়ুব আলী ও তার স্ত্রী রংকুশ বেগমকে রেজিষ্ট্রী দলিল সম্পন্ন করে দখল বুঝাইয়া দেন। এর পর তারা নামজারীর আবেদন করিলে নামজারী মোকদ্দমা নং- ৬৯৮/২০০০ইং দায়ের করেন। ওই জমি আইয়ুব আলী ও রংকুশ বেগমের নামে নামজারী হওয়ার পর তারা নিয়মিত খাজনাদি পরিশোধ করে আসতেছেন। সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মৃত রমিজ মিয়ার পুত্র জুনায়েদ মিয়া, বগলাখাল এলাকার আঃ ছত্তার এর পুত্র কালাম মিয়া ও রমিজ মিয়া, এংরাজের মা নামে ব্যক্তিরা ওই ভূমি কৌশলে ও জোরপূর্বক দখল করে রাখে। জুনায়েদ ও কালাম মিয়া সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জ সদর, হবিগঞ্জ এ স্বত্ব মোকদ্দমা নং- ৭৮/২০০১ইং দায়ের করেন।
সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জ সদর, হবিগঞ্জ বিগত ২০১০ সালে ৩১ মার্চ স্বত্ব মোকদ্দমাটি খারিজ করে দেন। পরবর্তীতে এসিল্যান্ড ওই ভূমিতে লাল নিশানা টাঙ্গিয়ে আইয়ুব আলী ও তার স্ত্রীকে দখল সমজাইয়া দেন। তারপরও জুনায়েদ মিয়া ও কালাম মিয়া আইয়ূব আলী ও তার স্ত্রীকে বেদখল করে জেলা জজ আদালত হবিগঞ্জ এ স্বত্ব আপীল ৪২/১০ইং দায়ের করেন। পরবর্তীতে মামলাটি অতিরিক্ত জেলা জজ আদালত, হবিগঞ্জ বিচারের জন্য বদলী করা হয়। অতিরিক্ত জেলা জজ হবিগঞ্জ বিগত ২০১৬ সালের ২৪ জানুয়ারী অত্র দেওয়ানী আপীল মোকদ্দমাটি প্রতিবন্ধি রেসপন্ডেন্ট দু’তরফা অন্যান্যদের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় দেওয়ানী আপীলটি নামঞ্জুর করেন। নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত তর্কিত রায় ও ডিক্রী বহাল ও বলবত থাকে। রায় বলবত থাকায় এসিল্যান্ড হবিগঞ্জ সদর বিগত ২০১৩ ইং সনের ১৬ জানুয়ারী ওই ভূমির দখল লাল নিশানা টানিয়ে আইয়ূব আলী ও তার স্ত্রীকে দখল সমজাইয়া দেন।
লাল নিশানা টানিয়ে আইয়ূব ও তার স্ত্রীকে জমি বুঝিয়ে দেন দায?িত্বরত সার্ভেয়ার। ভূমি থেকে এসিল্যান্ড ও সার্ভেয়ার চলে যাওয়ার পর জুনায়েদ ও কালাম গংরা উক্ত লাল নিশানা জোরপূর্বক উপড়ে ফেলে পুনরায় দখল করে নেয়। বিষটি আইয়ূব আলী এসিল্যান্ডকে মৌখিকভাবে জানালে আদৌ কোন পদক্ষেপ নেয়া হয়নি। কোন উপায়ান্তর না পেয়ে, আইয়ূব আলী তার জমি ফেরত পেতে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযাগ দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com