শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

চুনারুঘাটের চা বাগানগুলোর ছড়াতে বালু মহাল ইজারা না দেয়ার দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোর ছড়াতে বালু মহাল ইজারা না দেয়ার দাবীতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মানববন্ধন শেষে শ্রমিকরা চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। গত বুধবার দুপুর ২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন-চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তাদির চৌধুরী, পদক্ষেপ গণপাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, বামগঙ্গা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মুকন্দ ভৌমিক, সাবেক ইউপি সদস্য বিবেকান্দ ভৌমিক বিভু, চাকলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন, চান্দপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাওতাল, সাধারণ সম্পাদক লক্ষীরাম কর্মকার, জোয়ালভাঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক পালন বাউড়ি ও ছাত্র ও যুব সংগঠনের সভাপতি বীরেন কালিন্দি প্রমূখ। শ্রমিকরা জানান, দীর্ঘদিন যাবত আমরা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছি। বংশানুক্রমে পাহাড়ী এলাকা বসবাস করার জন্য আনাদের জীবন-জীবিকার একমাত্র মাধ্যম হল চা বাগান। চা বাগানের অস্তিত্ব থাকলে আমরাও এই এলাকায় বেঁচে থাকতে পারব। কোন কারণে চা বাগানের অস্তিত্ব হুমকির সম্মুখিন হলে আমাদের পক্ষে এসব এলাকা থেকে স্থানান্তর হওয়া ছাড়া কোন বিষয় নেই। যদিও বংশানুক্রনে চা বাগান এলাকার বসবাস করার কারণে বাংলাদেশের অন্য কোথাও আমাদের প্রতিস্থাপিত হওয়ার কোন সুযোগ আছে ফলে আমরা মনে করি না। আমাদের রামগঙ্গা, চাকলাপুঞ্জি ও চন্ডিছড়া চা বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হুড়া গুলোতে বালু উত্তোলনের চেষ্টা করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য বালু উত্তোলনের মাধ্যমে কাঁচা পয়সা অর্জন করা। কিন্তু এটি যে পরিবেশের জন্য হুমকি স্বরূপ সেটি বিচার করার মত মানুসিকতা তাদের নেই। বালু উত্তোলন করা হলে ছড়াগুলোর খরস্রোতা পানি বর্ষাকালে স্কুল জাগিয়ে প্রবাহিত হওয়ার ফলে অধিক পরিমাণে ভূমিক্ষণ ও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে চণ্ডিছড়া চা বাগান এলাকা থেকে বালু উত্তোলনের ফলে টাকলাপুঞ্জি ও রামপা চা বাগান এলাকার পাহাড় মাসের কারণে আমাদের মসজিদ, মন্দির ও লোকালয় ভাগনের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। পাহাড় ধ্বসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া পরিবেশ ও জীব-বৈচিত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সম্ভাবনা আগামীতে আরো প্রবল ভাবে যদি এসব বাগানের হুড়া থেকে বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হয়। বাংলাদেশ সরকার প্রনীত বালু মহাল ও মাটি ১. ব্যবস্থাপনা জাইন/২০১০ সালের ৪ নম্বর অনুচ্ছেদে বালু মহাল ইজারা প্রদান বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আইনের ৪ নম্বর অনুচ্ছেদে বালু মহাল ইজারা কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, তার বর্ণনা দেওয়া আছে। ৪ নম্বর অনুচ্ছেদের (চ) ধারা অনুযায়ী চা বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এরূপ স্থান হলে ইজারা দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের চাকলাপুঞ্জি, রামগঙ্গা ও চন্ডিছড় বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হুড়াগুলোতে বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলে উপরে বর্ণিত আইন। লংঘিত হবে। এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি বা ইজারা না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ও চা বাগানের সম্পদ সহ তাদের আবাসস্থল ও জীবন রক্ষায় হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com