স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে উপজেলা রিসোর্স টিমের সদস্যগণের ২ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার মুহাম্মদ সাদিকুর রহমান। দক্ষ, শক্তিশালী ও মানসম্পন্ন স্থানীয় সরকার গড়তে উপজেলা রিসোর্স টিমের সদস্যগণের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বানিয়াচং, লাখাই, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান শক্তিশালী স্থানীয় সরকার গড়তে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।