বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

যুক্তরাষ্ট্র বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের থ্যাংকস গিভিং ডে উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিবারের ন্যায় এবারও থ্যাংকস গিভিং ডে উদযাপন করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন। অনুষ্ঠানটি বৃন্দাবন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয়। নিউ ইয়র্কের অভিজাত পার্টি হল গুলশান টেরেসে ২৪ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল নিউইয়র্ক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আহমেদুল হক বারোভূঁইয়া পুলক, ওয়াছি চৌধুরী ইএ, বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু, জালালাবাদ এসোসিয়েশন নিউইয়র্ক এর সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আসিফ আহমেদ (কনসুলেট অফিস), নুরুল আজিম, মোঃ আবুল কাশেম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, রেদওয়ান হক, ব্যারিষ্টার মিজান প্রমুখ।


থ্যাংকস গিভিং ডে উদযাপন কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাবেক শিক্ষার্থীদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি। উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এম আহমদ ফয়সলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ দেব রায়, ডঃ মাসুদুল হাসান, হাবিবুর রহমান জাহির, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,

আলমগীর খান আলম, সাইকুল ইসলাম, গাফ্ফার আহমেদ চৌধুরী, প্রফেসর আব্দুর রহমান, মীর পারভেজ, আশিকুজ্জামান খান লিটন, শিশির বণিক, শাম্মী আক্তার, নাহিদা খানম লোপা, আমির আলী, দেওয়ান মোতাচ্ছির মনজু, এবাদুর রহমান, শামীম আহমেদ, করুণাসিন্ধু রায়, মোঃ সাদ, মীর মামুন, আকবর হোসেন স্বপন, জুয়েল আহমেদ, আজহারুল ইসলাম, ফয়সল আমিন সুমন, বাবু, মোঃ আবুল কালাম, দুলাল বিল্লাহ, আব্দুল কুদ্দুস জয়, শেখ মোস্তাফা কামাল, তুহিন তালুকদার, রবিউল আলম দোলক, মোঃ জুয়েল আহমেদ, খসরু পারভেজ, শাম্মু, শামীম চৌধুরী, সজীব, শাকিল খান তানাম, রাজিব চৌধুরী, রাসেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দুইটি বড় আকারের টার্কির সাথে অতিথিদের মজাদার নৈশভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সুনামধন্য সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী, তাহমিনা আক্তার মীম, বাউল শিল্পী ফখরুল ইসলাম দেলোয়ার ও সুবীদ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজলুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন, ইব্রাহিম খলিল বারো ভুইয়া রিজু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, শাহ মোঃ সাদেক, জায়েদুল মুহিদ খান, মিয়া মোঃ আছকির, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন খান, বিষ্ণুপদ সরকার, সুকান্ত দাস হরে, নোভেল আমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠাানে বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের বিগত দিনের কার্যক্রমের উপর ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সংক্ষিপ্ত বাণী দেন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাইর সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখ্ত চৌধুরী জালাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com