শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের যাত্রীদের মাঝে রেলের সেবার বিষয়ে সচেতনতামূলক লিফলেট, বিকাল বেলা রেলওয়ে স্টেশন পরিছন্নকরণ, সহ পথশিশুদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম এর মাধ্যমে সেবা সপ্তাহ পালন করা হয়। দিনব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ কার্যক্রমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ খাইরুল ইসলাম, গ্রুপ কমিটির সম্পাদক মোঃ জালাল উদ্দিন, স্কাউট লিডার মোসাম্মৎ চম্পা আক্তার, রোভার সদস্য মোঃ আলামিন, মোঃ জামিল আহমেদ, মোঃ শাহাবুদ্দিন ও গারলেন স্কাউট এর একদল চৌকস গার্ডেন স্কাউট সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।