মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

চুনারুঘাটে হকারের ওপর হামলা, পত্রিকা ছিড়ে বিনষ্ট ॥ দোষিদের গ্রেপ্তার দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কদর আলী (৫০) নামের এক পত্রিকা বিক্রেতাকে প্রকাশ্যে পিঠিয়ে আহত করে তার পত্রিকা ছিড়ে ফেলেছে। এঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুষিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের নিকট মাশআল্লাহ পোল্টি ফিড মালিক কাউছার মিয়ার দোকানে এ ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই পত্রিকা বিক্রেতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো শায়েস্তাগঞ্জ জগন্নাথপুর গ্রামের মৃত আশ^ব আলীর পুত্র কদর আলী হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাণী, খোয়াই, সমাচার, এক্সপ্রেস, হবিগঞ্জের মুখ, প্রভাকর, আজকের হবিগঞ্জ, তরফ বার্তা, আমার হবিগঞ্জসহ বিভিন্ন পত্রিকা বিক্রি করতে যান চুনারুঘাটে। ওই দোকানে প্রতিদিনের মতো পত্রিকা দিতে গেলে দোকানের কর্মচারিসহ কতিপয় দুই ব্যাক্তি পত্রিকা দিতে নিষেধ করে। তখন তিনি বলেন, দোকান মালিক পত্রিকা দিতে বলেছেন। এসময় কদর আলীকে তারা গালমন্দ করে। এক পর্যায়ে হাতুয়া ভাবে মারপিট করে সকল পত্রিকা ছিড়ে ফেলে। মারপিটের সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ গন্যমাণ্য ব্যাক্তিদের অবগত করেন। এঘটনায় পত্রিকা বিক্রেতাদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেয়া দিয়েছে। তারা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানাগেছে। এমনকি অবিলম্বে দুষিদের আইনের আওতায় আনা না হলে স্থানীয় ও জাতীয় পত্রিকা বিক্রি বন্ধের হুসিয়ারি দেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। কদর আলী খুব ভালো মানুষ আমাদেরকেও নিয়মিত পত্রিকা দেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com