সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে উপজেলা দিবসে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান এর পরিচালনায়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দীন খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম আহ্বায়ক কদর আলী মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউর হক জিয়া, যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টি সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মহিত চৌধুরী, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আফরোজ আফগান, জেলা সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জাপানেতা রইস আলী, মরম আলী, চান্দ আলী সাবেক মেম্বার, শেখ রইস আলী, মিলাদ হোসেন সুমন, দিলীপ বর্মন, সুহেল রানা, ফতেহ আলম, আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com