স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের কেশবপুর গ্রামে মৃত্যুর ২ মাস ২২ দিন পর আসমা আক্তার (১৯) নামে এক যুবতির লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। নিহত আসমা কেশবপুর গ্রামের হবিব মিয়ার মেয়ে।
গতকাল বুধবার দুপুরে নির্বাহী বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্টেট) হেলেনা পারভীনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়-৩০ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলার কেশবপুর বাজারের নিকটবর্তী একটি ধানক্ষেত থেকে আসমা আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ দিনই নিহতের মা রোকেয়া আক্তার বাদী হয়ে এলাকার ১৫ জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু লাশের ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসমা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দেন মামলার বাদী রোকেয়া আক্তার। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ২০ জুলাই কবর থেকে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোবারক হোসেন জানান-কবর থেকে লাশ উত্তোলনের পর আবারও ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। বাকীরা পলাতক রয়েছে।